“লড়াই হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত সরকার গড়বে বিজেপি জোট”, বিহার ভোট প্রসঙ্গে বার্তা দিলীপের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

“লড়াই হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত সরকার গড়বে বিজেপি জোট”, বিহার ভোট প্রসঙ্গে বার্তা দিলীপের

কাল তড়িঘড়ি দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করে কলকাতায় ফিরেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আজ জলপাইগুড়ি পৌঁছে গিয়েছেন। আজ অর্থাৎ মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে চড়ে সকাল ১০:৩০ টা নাগাদ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান তিনি। জলপাইগুড়িতে তাকে স্টেশনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বাপি গোস্বামী, সাংসদ জয়ন্তকুমার রায় ও অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।

 

জলপাইগুড়ি স্টেশনে নেমে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে বিহারের ভোটের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেছেন, নির্বাচনের ফলে লড়াই হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত জিতে সরকার গড়বে বিজেপি জোট। তিনি বলেছেন এবারের করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক ও সেই সাথে কাজ হারানো মানুষদের কারণে বিহারের ভোটে বড় প্রভাব পড়েছে। এছাড়াও একই সরকার অনেক দিন ক্ষমতায় থাকলে নেগাতিভ ইম্প্যাক্ট হয় বলে জানিয়েছেন তিনি। শেষে তিনি বলেছেন, বিহারের ভোটের যাই ফল হোক না কেন মাথা পেতে নেবে বিজেপি সরকার।

 

বিহারের ভোটের সাথে আসন্ন বাংলা বিধানসভা ভোটের কোন যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তিনি আত্মবিশ্বাসী হয়ে বলেন এর আগেও বিহারের ভোটের ফল বাংলায় কোনভাবে প্রভাব ফেলেনি। আসন্ন বছরের বিধানসভা ভোটেও প্রভাব ফেলবে না ফেলবে না। বরং তিনি আসন্ন ভোটে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী। তিনি জানিয়েছেন নির্বাচনে বাংলায় বিজেপি সরকার ২০০ আসন গ্রহণ করে সরকার গড়বেই।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3naOTDn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন