রাজনৈতিক উত্তাপের সঙ্গে সঙ্গে বাড়ল রাজ্যের তাপমাত্রাও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

রাজনৈতিক উত্তাপের সঙ্গে সঙ্গে বাড়ল রাজ্যের তাপমাত্রাও

কলকাতা: রাজনৈতিক উত্তাপের সঙ্গে প্রাকৃতিক উত্তাপের বোধ হয় কোনও সম্পর্ক থাকে। তাই বিহারের রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রাও বেশ কিছুটা বাড়ল। প্রায় দু ডিগ্রি বেড়ে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আবার কুড়িতে পৌঁছেছে। আগামী দু-তিন দিনে আরও ২/৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সপ্তাহের শুরুতে কলকাতায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে পৌঁছেছিল। সপ্তাহান্তে সেই তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আজ, মঙ্গলবার অন্যান্য দিনের মতোই কলকাতায় মেঘমুক্ত আকাশ রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১° নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ।

উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয়৷ এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের সঙ্গেই দক্ষিণ ভারত পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই সিস্টেমের প্রভাবেই দক্ষিণ ভারতের বৃষ্টি চলবে। তবে এর প্রভাব রাজ্যে তেমনভাবে পড়বে না। শুধু বৃষ্টির কারণে রাজ্যের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/35fJrZZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন