পিপিই ফেস মাস্ক পরে সচেতনতার বার্তা স্পাইডারম্যানের, চলছে শ্যুটিং, মুক্তি শীঘ্র - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

পিপিই ফেস মাস্ক পরে সচেতনতার বার্তা স্পাইডারম্যানের, চলছে শ্যুটিং, মুক্তি শীঘ্র

“Wear a mask, I’m wearing two” এই কথাই বলছেন স্পাইডারম্যান। করোনা আবহয়ে সবাইকেই মাস্ক পরতেই হচ্ছে। তাই এবারে স্পাইডারম্যানও পরতে চলেছে দুটি মাস্ক। এখন প্রায় সকলের জীবনের অঙ্গ হয়ে উঠেছে মাস্ক ও স্যানিটাইজার। সম্প্রতি হলিউড অভিনেতা টম হল্যান্ড (Actor Tom Holland) ‘‌স্পাইডারম্যান ৩’‌–এর নতুন লুকস ভক্তদের সামনে এনেছেন।

২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘Spider-Man 3’। বর্তমানে সমস্ত সতর্কতা মেনে চলছে প্রস্তুতি। স্পাইড্যার ম্যান একজন সুপার হিরো ক্যারাক্টার, তা স্বত্বেও তাঁর মুখে পিপিই ফেস মাস্ক (PPE face mask)। সোনি পিকচার্স ও ওয়াল্ট ডিজনি স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে ‘স্পাইডারম্যান ৩’। যার প্রধান চরিত্রে রয়েছেন হল্যান্ড। ইতিমধ্যেই এ ছবির অনেকটা অংশ শুটিং হয়ে গিয়েছে।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2Im9FAO

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন