আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন, আগস্টে আরও সাতদিন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৯ জুলাই, ২০২০

আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন, আগস্টে আরও সাতদিন


আজ রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। পূর্ব ঘোষণা মতোই বিশেষ ক্ষেত্র গুলিতে ছাড়া আজ সমস্ত ক্ষেত্রেই সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। আগস্ট মাসেও জারি থাকবে এই সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান আগস্টে ৯ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্য জুড়ে। কিন্তু পরে আবার ২ দিন কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ আগস্টে ৯ দিন নয়, আগস্টে ৭ দিন থাকবে সম্পূর্ণ লকডাউন।
মুখ্যমন্ত্রী গতকাল বিকেলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন আগস্টের ৯ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। কিন্তু এক ঘন্টার মধ্যেই ৯ দিন থেকে দুই দিন বাদ দিয়ে দেওয়া হয়। ২রা এবং ৯ই আগস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে না বলে জানিয়ে দেয় নবান্ন। এই দুদিন লকডাউন বাতিল করার প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ওই দুদিন বিশেষ সম্প্রদায়ের উৎসব এবং অনুষ্ঠান পড়েছে। ফলে লকডাউনের দিন বদলের আবেদন এসেছে। তাই ২রা এবং ৯ই আগস্ট এই দুদিন লকডাউন হচ্ছেনা।
আগস্টে যে সাতদিন সম্পূর্ণ লকডাউন হবে সেই দিনগুলি হলো, ৫ই আগস্ট বুধবার, ৮ই আগস্ট শনিবার, ১৬ই আগস্ট রবিবার, ১৭ই আগস্ট সোমবার, ২৩শে আগস্ট রবিবার, ২৪শে আগস্ট সোমবার এবং ৩১শে আগস্ট সোমবার। অনেকেই বলছেন, এমনিতেই করোনা এবং লকডাউন নিয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ তার উপরে সরকারের ক্ষণে ক্ষণে এই লকডাউনের তারিখ পাল্টানো আরও বিভ্রান্তি বাড়াচ্ছে।
The post আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন, আগস্টে আরও সাতদিন appeared first on Bharat Barta.


from রাজ্য – Bharat Barta https://ift.tt/2P6Mhr3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন