কবে থেকে খুলতে পারে রাজ্যের স্কুল, কলেজ? তারিখ জানাল মমতা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৯ জুলাই, ২০২০

কবে থেকে খুলতে পারে রাজ্যের স্কুল, কলেজ? তারিখ জানাল মমতা


রাজ্যে যে হারে করোনা সংক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে এখন কোনো স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কোনো সম্ভাবনাই নেই। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে। তবে পরিস্থিতি যদি ঠিকঠাক হয়, তাহলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার চিন্তাভাবনা আছে রাজ্য সরকারের। পুজোর আগে ওই একমাস শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সম্ভাবনা আছে, তবে অবশ্যই পরিস্থিতির উপর সব নির্ভর করছে। আর সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস শুরু করার উদ্যোগ নেওয়া হবে, এমনটাই আজ বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী।
গত মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে। পরিস্থিতির উন্নতি হলে রাজ্য সরকারের তরফ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
The post কবে থেকে খুলতে পারে রাজ্যের স্কুল, কলেজ? তারিখ জানাল মমতা appeared first on Bharat Barta.


from রাজ্য – Bharat Barta https://ift.tt/3jPt8IA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন