মিউচুয়াল ফান্ড সচল রাখতে উদ্যোগী RBI, ঘোষণা ₹৫০ হাজার কোটির সাহায্য - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

মিউচুয়াল ফান্ড সচল রাখতে উদ্যোগী RBI, ঘোষণা ₹৫০ হাজার কোটির সাহায্য

এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউন (Lockdown) আবহে মিউচুয়াল ফান্ডে () নগদ চাহিদা মেটাতে ₹৫০ হাজার কোটির সাহায্য় ঘোষণা করল ()। শীর্ষ ব্যাংকের ঘোষণার পরই চাঙ্গা হয়েছে বাজার। ৭৫০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স (Sensex)। প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারতীয় বাজারে ছ'টি প্রকল্প ফ্রিজ করেছিল মার্কিন সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ()। করোনাভাইরাসের প্রকোপ এবং তা মোকাবিলায় লকডাউনের জেরে সারা বিশ্বেই শেয়ার বাজারে ধস নেমেছে। আর তার সঙ্গেই তাল মিলিয়ে পতন হয়েছে মিউচুয়াল ফান্ডে। আরও পড়ুন: আজ শীর্ষ ব্যাংকের তরফে জানানো হয়েছে, ২৭ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ১১ মে পর্যন্ত কার্যকর থাকবে নগদ চাহিদা মেটাতে RBI-এর সাহায্য। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তা পূরণে ব্যাংকগুলিকে কম হারে সুদ দেবে (Repo Rate) রিজার্ভ ব্যাংক। ঋণের অর্থ ব্যবহার করে মিউচুয়ার ফান্ডের অধীনস্থ বিভিন্ন বন্ড, ডিবেঞ্চারে বিনিয়োগ করবে ব্যাংকগুলি। COVID-মোকাবিলায় প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আজ ফের একবার জানিয়েছে শীর্ষ ব্যাংক।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2y5c4v1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন