রাজ্যের ৯ জেলাতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখী, জেনে নিন হাওয়া অফিসের আপডেট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

রাজ্যের ৯ জেলাতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখী, জেনে নিন হাওয়া অফিসের আপডেট

রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। চলবে পুরো সপ্তাহ জুড়ে। আজ দক্ষিণবঙ্গের ৯ টি জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী আজ দক্ষণবঙ্গের বেশ কিছু জেলাতে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সাথে চলবে ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও আবার কালবৈশাখী ও হতে পারে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই ৯ জেলাতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তার সাথে হালকা বৃষ্টিপাত ও হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে।

এদিকে জোড়া ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে বাংলাদেশ ও মধ্য প্রদেশে। এর ফলে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই ঝড়বৃষ্টির জেরে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকবে। আন্দামানের দিকেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সমুদ্র এই সময় খুব উত্তাল থাকবে। প্রবল ঝড় হবে বলে জানা গেছে।

উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। আগামী ১ সপ্তাহ জুড়ে বৃষ্টি বহাল থাকবে বলে জানা গেছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯১ শতাংশ থাকবে।

The post রাজ্যের ৯ জেলাতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখী, জেনে নিন হাওয়া অফিসের আপডেট appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2KEA3nk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন