ভয়ংকর! মে’র শেষ দিকে গুজরাটের অহমদাবাদেই করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে ৮ লক্ষ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

ভয়ংকর! মে’র শেষ দিকে গুজরাটের অহমদাবাদেই করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে ৮ লক্ষ

নিউজ ডেস্ক: দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র ও দিল্লিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে। কিন্তু বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, শুধু গুজরাটের অহমদাবাদ শহরই কিছুদিনের মধ্যেই ভয়ংকর আকার ধারণ করে সকলের শীর্ষে চলে যেতে পারে। শুধু গুজরাটের অহমদাবাদ শহরেই মে মাসের শেষের মধ্যে পৌঁছতে পারে ৮ লক্ষে। বর্তমানে শুধু অহমদাবাদ শহরেই করোনা আক্রান্ত ১৬৩৮ জন। যা গুজরাটের মধ্যে সমস্ত জায়গার তুলনায় অনেকটাই বেশি।

এই বিষয়ে অহমদাবাদা পুরসভার কমিশনার বিজয় নেহেরা মন্তব্য করেছেন, ‘বর্তমানে ৪ দিনের মধ্যে দ্বিগুন হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একই অনুপাতে চললে মে মাসের ১৫ তারিখের মধ্যে তা পৌঁছবে ৫০ হাজারে। আর মে মাসের শেষে করোনা আক্রান্তের সংখ্যা হন ৮ লক্ষে!’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন লক্ষ, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার প্রক্রিয়াকে ৮ দিনে নিয়ে যাওয়া। যদিও এটা কঠিন কাজ। কিন্তু অনেক দেশ এই প্রক্রিয়ায় সুফল পেয়েছে। আমেরিকা, ইউরোপের দেশগুলিতে আক্রান্তের সংখ্যা ৪ দিনে দ্বিগুণ হচ্ছে আর দক্ষিণ কোরিয়া ৮ দিনে নিয়ে গিয়ে সাফল্য পেয়েছে। সেই অনুপাতে চললে মে মাসের ১৫ তারিখ অহমদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ১০০০০ আর মে মাসের ৩১ তারিখ তা পৌঁছবে ৫০ হাজারে। যা ৮ লক্ষের তুলনায় অনেক কম।’

উল্লেখ্য, আহমেদাবাদ, সুরাট, চেন্নাই, হায়দরাবাদের মতো শহরের অবস্থা বর্তমানে ভয়াবহ বলে শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। দেশের বেশ কয়েকটি জেলায় লকডাউন অমান্য করায় পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বলে অভিমত মন্ত্রকের।

The post ভয়ংকর! মে’র শেষ দিকে গুজরাটের অহমদাবাদেই করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে ৮ লক্ষ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3bN5yry

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন