ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ₹৫০ হাজার কোটির প্যাকেজ: RBI - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ₹৫০ হাজার কোটির প্যাকেজ: RBI

এই সময় ডিজিটাল ডেস্ক: 'বিশ্বজুড়ে চলতি বছরে মন্দা অবশ্যম্ভাবী জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF)। তবু জি ২০ (G20 Countries) দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সবচেয়ে বেশি।' প্রধানমন্ত্রীর লকডাউন ২.০ () ঘোষণার পর প্রথম সাংবাদিক বৈঠকে জানালেন রিজার্ভ ব্যাংকের () গভর্নর শক্তিকান্ত দাস ( Shaktikanta Das)। প্রসঙ্গত, করোনা (COVID-19) মোকাবিলায় লকডাউনের প্রথম পর্যায়ের জেরে দেশের ৭০% এর বেশি আর্থিক কার্যকলাপ স্তব্ধ ছিল। লকডাউনের মেয়াদ বৃদ্ধির ফলে অর্থনীতির বহর বাড়া দূর অস্ত, বরং নজিরবিহীন পতনের আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জি ২০ গোষ্ঠীগুলির মধ্যে সর্বোচ্চ ১.৯% আর্থিক বৃদ্ধির হার ভারত ধরে রাখবে বলে জানান তিনি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আপাতত ₹৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করল শীর্ষ ব্যাংক। গভর্নর দাস জানান, পরিস্থিতি বিচারে টাকার পরিমাণ বাড়তে পারে। ক্ষুদ্র-মাঝারি শিল্পের পাশাপাশি আবাসন শিল্পের জন্য ₹১০ হাজার কোটি, নাবার্ডের জন্য ₹২৫ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। চলতি অর্থবর্ষে ১.৯% বৃদ্ধির হার ধরে রাখার কথা বললেও, পরবর্তী আর্থিক বর্ষে ৭.৪% বৃদ্ধির হারের আশা প্রকাশ করেছেন শক্তিকান্ত দাস। যদিও এই পূর্বাভাস নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বের অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়ে RBI গভর্নর বলেন, 'করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাংক গোটা পরিস্থিতির বিশেষ নজর রাখছে। দেশের ব্যাংকগুলিতে নগদের জোগানে কমতি নেই। GDP-র ৩.২% নগদের জোগান রয়েছে।' অনলাইন ব্যাংকিংয়েও 'কোনও সমস্যা নেই' বলে আশ্বস্ত করেছেন শীর্ষ ব্যাংকের প্রধান। পাশাপাশি স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেশের কৃষি ব্যবস্থার জন্য 'স্বস্তির খবর' বলে জানিয়েছেন RBI গভর্নর। Coronavirus সম্পর্কিত সব খবর বাংলায় পড়তে করুন এদিন ফের একবার রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা জানিয়েছেন শক্তিকান্ত দাস। এর ফলে ৪ বেসিস পয়েন্ট থেকে রিভার্স রেপো রেট কমে দাঁড়িয়েছে ৩.৭৫। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2Keh0Qw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন