
লকডাউনের দ্বিতীয় দফাতেও ভারতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭ জন। শুধু আক্রান্তই নয়, দেশে মৃতের সংখ্যাও বাড়ছে। মোট মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। তবে এই আক্রান্তদের মধ্যেও সুস্থ হয়েছে ১ হাজার ৭৪৯ জন।
ভারতের সব রাজ্যেই করোনা থাবা বসিয়েছে। তবে একমাত্র সিকিমে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখনও শীর্ষে রয়েছে। প্রতিদিনই মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০৫ জন। যার মধ্যে ১৯৪ জন মারা গেছেন ও ৩০০ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রের পরেই দিল্লি, সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪০ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। মোট আক্রান্ত ১ হাজার ২৬৭ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।
পশ্চিমবঙ্গে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২৫৫ জন, সুস্থ হয়েছেন ৫১ জন, আর মারা গেছেন ১০ জন। দেশের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জম্মু- কাশ্মীরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মোট আক্রান্ত হয়েছে ৩১৪ জন। সুস্থ হয়েছেন ৩৮ জন আর মারা গেছেন ৪ জন।
The post আশার আলো দেখছে দেশ, সুস্থ হয়ে উঠেছেন ১৭৪৯ জন appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/2z65xQN
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন