
ইন্দোর : মধ্যপ্রদেশের ইন্দোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ২০০, ৫০০ টাকার নোট। অবশ্য, পথচলতি মানুষ তা স্পর্শ করার আগেই অবশ্য প্রশাসনের তরফে টাকাগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ইন্দোর শহরের হীরা নগর এলাকায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় নোটগুলো। মোট ৬ হাজার ৪৮০ টাকার নোট উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।
স্থানীয় লোকজনের থেকে খবর পাওয়ার পরপরই হিরা নগর স্টেশন হাউজ অফিসার (এসএইচও) রাজীব সিং ভাদোরিয়া সেখানে উপস্থিত হন। নির্দিষ্ট পদ্ধতি মেনে স্যানিটাইজ করার পর টাকার নোটগুলো বাজেয়াপ্ত করেন তিনি। এই ধরনের টাকার নোট রাস্তায় পড়ে থাকা করোনা ভাইরাস সংক্রমণকে দ্রুত মাত্রায় বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কোন কারণে যদি একটা কোন নোটে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে থাকে, সেই সংক্রমিত নোট বা কাগজ কেউ স্পর্শ করলে ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরাও।
কে বা কারা, কি উদ্দেশ্যে নোটগুলো ছড়িয়ে দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এসএইচও রাজীব সিং ভাদোরিয়া জানিয়েছেন, ‘টাকার এই নোটগুলো কারো পড়ে গিয়ে থাকতে পারে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে এগুলো ফেলে দিতেও পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।’ পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ওই নোটগুলির মধ্যে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকার নোট।
The post করোনা আতঙ্ক নোটে, ইন্দোরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল টাকার নোট appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3cw4Kat
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন