
এই সময় ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাংকের স্টিমুলাস প্যাকেজের প্রভাবে তেজী হয়ে উঠল ভারতীয় শেয়ারবাজার। ঊর্ধ্বমুখী হল সেনসেক্সের সূচক। চড়ল নিফটিও। শুক্রবার সকালে বাজার খুলতেই BSE Sensex-এর সূচক ১০৫০ পয়েন্ট চড়ে সূচক পৌঁছে যায় ৩১,৬৭৬-এ। NSE Nifty-র সূচক চড়ে পৌঁছয় ৯,৩০০-তে। এ দিন যারা সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে তারা হল, TCS, ICICI ব্যাংক, HDFC, বাজাজ ফিনান্স, অ্যাক্সিস ব্যাংক ও ইন্দানইন্দ ব্যাংক। এরা প্রায় ৬.১ শতাংশ পর্যন্ত লাভ করেছে। আর নিফটি প্রাইভেট ব্যাংক অ্যান্ড মিডিয়া ৪.৮৮ শতাংশ পর্যন্ত লাভ করেছে। চিন প্রত্যাশিতের থেকে ভালো অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ করার পর বিশ্বে এশিয়ার শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার সকাল থেকে বাজার তেজি হয়ে পড়ে।
অপরদিকে, মার্কিন ডলারের তুলনায় বেড়েছে ভারতীয় টাকার দামও। ২৯ পয়সা বেড়ে এক মার্কিন ডলারের দাম ভারতীয় মুদ্রায় হয়েছে ৭৬.৫৬ টাকা। এ দিন সাংবাদিক সম্মেলন করে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আপাতত ₹৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। পরিস্থিতি বিচারে টাকার পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। ক্ষুদ্র-মাঝারি শিল্পের পাশাপাশি আবাসন শিল্পের জন্য ₹১০ হাজার কোটি, নাবার্ডের জন্য ₹২৫ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। চলতি অর্থবর্ষে ১.৯% বৃদ্ধির হার ধরে রাখার কথা বললেও, পরবর্তী আর্থিক বর্ষে ৭.৪% বৃদ্ধির হারের আশা প্রকাশ করেছেন শক্তিকান্ত দাস। যদিও এই পূর্বাভাস নিয়ে প্রশ্ন উঠছে।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2wMzvbV
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন