
এই সময় ডিজিটাল ডেস্ক: সক্কাল সক্কাল চাঙ্গা শেয়ারবাজার। চড়ল সেনসেক্সের সূচক। ঊর্ধ্বমুখী নিফটিও। ব্যাংক, অটো ও ফার্মার স্টকে বিশেষ চড়াই লক্ষ করা গিয়েছে। সপ্তাহের প্রথম দিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই চড়তে থাকে BSE Sensex-এর সূচক। সেনসেক্সের সূচক ৬৩০ পয়েন্ট অর্থাত্ ২.০১ শতাংশ বেড়ে পৌঁছয় ৩১,৯৫৮-এ। নিফটির সূচক ১৭৪ পয়েন্ট অর্থাত্ ১.৯০ শতাংশ চড়ে পৌঁছয় ৯,৩২৯-এ। সেনসেক্সে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে বাজাজ অটো। তাদের শেয়ার বেড়েছে ৪.২৭ শতাংশ পর্যন্ত। এ ছাড়াও সান ফার্মা, মারুতি, অ্যাক্সিস ব্যাংক, ইন্দাসইন্দ ব্যাংক, রিলায়েন্স ও HDFC-র শেয়ারও ৩.৯৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। শুধুমাত্র NTPC, পাওয়ারগ্রিড ও এশিয়ান পেইন্টস ক্ষতির মুখে পড়েছে। তাদের শেয়ারের দর কমেছে ০.৪৩ শতাংশ। নিফটিতে প্রায় সব কোম্পানিই লাভের মুখ দেখেছে। তবে নিফটি অটো, রিয়্যালটি, আর্থিক পরিষেবা ও বেসরকারি ব্যাংকগুলি ২.৭৫ শতাংশ পর্যন্ত লাভ করেছে। সবচেয়ে দুর্বিষহ যে দেশগুলির অবস্থা, সেখানে করোনায় মৃতের সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ায়, বিশ্ববাজারও চনমনে হয়েছে। তারই প্রভাব পড়েছে ভারতীয় শেয়ারবাজারের উপর।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2VDSTBi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন