করোনার প্রভাবে গোটা বিশ্ব যখন কাবু, তখন সাফল্যের পথে এই ৫টি দেশ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

করোনার প্রভাবে গোটা বিশ্ব যখন কাবু, তখন সাফল্যের পথে এই ৫টি দেশ

চীন থেকে শুরু করে ধীরে ধীরে গোটা বিশ্বকে নিজের মারণ গ্রাসে নিয়েছে রাক্ষুসে করোনা ভাইরাস। বিলস্বের সব শক্তিশালী ও বড়ো দেশগুলো পারছেন না এই ক্ষুদ্র ৬০ ন্যানোমিটারের ভাইরাসকে রুখতে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের প্রায় ৩০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে করোনাতে। আর প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ২ লক্ষ মানুষের। তবে বিশ্বের সব দেশকে কিন্তু হারাতে পারেনি করোনা। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে করোনার মারণ থাবা থেকে বেঁচে গিয়েছে ৫ টি দেশ।

এই ৫ টি দেশ হল- তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

কিভাবে রক্ষা পেল এই দেশগুলি?

তাইওয়ান- প্রথমেই এগিয়ে রয়েছে এই দেশ। চীনের সবচেয়ে কাছে অবস্থিত তাইওয়ান। জনসংখ্যা ২ কোটি ৪০ লক্ষ। এদের মধ্যে ৮ লক্ষ মানুষই চীনে কাজ করেন। জানুয়ারি মাস থেকেই এই দেশে করোনার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী গত ১০ দিনে এই দেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

আর দেশের ৪২৯ জন আক্রা’ন্ত হয়েছেন, এদের মধ্যে ৩৩৮ জনই বিদেশফেরত। আর মৃত্যু হয়েছে ৬ জনের।সুস্থ হয়ে ফিরেছেন ২৮১ জন। এই সাফল্যের কারণ হল- ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা, বেশি মাত্রায় পরীক্ষা, কঠিন ও কড়া কোয়ারেন্টাইন ব্যবস্থা।

দক্ষিণ কোরিয়া- এই দেশে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। গত একদিনে মাত্র ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার জনের বেশি। শুরু থেকে কঠোর পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দেশকে। আক্রান্তদের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা, কড়া নিরাপত্তার জন্য আজ অনেকটাই সুস্থ আছে দক্ষিণ কোরিয়া।

জার্মানি- করোনাকে হারিয়ে ধীরে ধীরে জয়ের পথে জার্মানি। উপযুক্ত পদক্ষেপ, উন্নত চিকিৎসা ব্যবস্থা, দৃঢ় মনোভাবের জেরে আজ জার্মানি বিশ্বের অন্য দেশ গুলির থেকে অনেকটাই এগিয়ে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। আর মৃত্যু হয়েছে ৫ হাজার জনের কিছু বেশি সংখ্যক মানুষের। সুস্থ হয়েছেন বহু মানুষ। ‘

দক্ষিণ আফ্রিকা – সাফল্যের মুখ দেখছে দক্ষিণ আফ্রিকা। একমাসের কিছু বেশি দিন কড়া লকডাউন চলার পর এখন কিছুটা শিথিল করা হয়েছে। চালু করা হয়েছে কৃষিকাজ। এই দেশে ৪ হাজার জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। তবে এখন বহু মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

অস্ট্রেলিয়া- ধীরে ধীরে কমেছে এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথমে খুব দ্রুত গতিতে সংক্রমণ ঘটেছিল। তারপর সরকারের কঠোর নিয়ম, কড়া নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থার জন্য অনেকটাই সুস্থ হয়েছে অস্ট্রেলিয়া। এই দেশের বেশ কিছু অঞ্চলে এখনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। তাছাড়া যতজন আক্রান্ত হয়েছেন তার বেশিরভাগ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।

The post করোনার প্রভাবে গোটা বিশ্ব যখন কাবু, তখন সাফল্যের পথে এই ৫টি দেশ appeared first on Bharat Barta.



from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/3cKdJVo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন