Black Fungus থেকে বাঁচতে কী করবেন, কী করবেন না! জানিয়ে দিল স্বাস্থ্য দপ্তর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২২ মে, ২০২১

Black Fungus থেকে বাঁচতে কী করবেন, কী করবেন না! জানিয়ে দিল স্বাস্থ্য দপ্তর

ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস, এই জিনিসটি আগমনের সঙ্গে সঙ্গেই মারন রোগের তালিকায় নিজের সুপ্রিমেসি প্রমাণ করা শুরু করে দিয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তি হোক, কিংবা ডায়াবেটিস আক্রান্ত সাধারণ মানুষ, সকলের দেহেই ভালরকম প্রভাব বিস্তার করতে পারে এই কালো ছত্রাক। ছত্রাক বলতে শুধুমাত্র ব্যাঙের ছাতা, মাশরুম আর ইস্টকে চিনে আসা বাঙালি তাই এখন এই নতুন মিউকরের তাণ্ডবে তিতিবিরক্ত। আজ সকালে আবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এই কালো ছত্রাকের আক্রমণে মৃত্যু হয়েছে এক তরুণীর। সব মিলিয়ে এখনো ৪ জন আক্রান্ত এই মারন ছত্রাকে।

পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় করোনা ভাইরাসের মত, সেই জন্য এবারে রাজ্য সরকার একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে এই ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে। গতকাল এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়। এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ইতিমধ্যেই একটি সরকারি নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। চলছে বৈঠকের পর বৈঠক।

এখনো এই রোগের কার্যপদ্ধতি সকলের কাছেই একটি ধোয়াশা। এই রোগের চিকিৎসা নিয়ে অবিলম্বে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে। যদি এই রোগের কোনো খবর মেলে তাহলেই রাজ্যকে তড়িঘড়ি জানাতে হবে, ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। বিশেষজ্ঞদের মতামত, এই ফাঙ্গাস মাটিতে থাকে, এবং যদি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যায়, তাহলেই আপনি এই রোগে আক্রান্ত হবেন। অনেকের ক্ষেত্রে এই রোগ ব্লাড প্রেসার একেবারে নামিয়ে দেয়। আবার অনেকে চোখের সমস্যায় ভুগতে শুরু করেন। এই নিয়েই একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। চলুন পড়ে ফেলা যাক –

উপসর্গ –

এই রোগের প্রধান উপসর্গ মূলত মাথায় সাইনাসের মত চরম যন্ত্রণা, সর্দির সঙ্গে হালকা রক্তপাত, মুখমন্ডলের বিভিন্ন অংশে ব্যথা এবং কালো কালো ছোপ। এছাড়া আছে দাঁতে ব্যথা, জ্বর, এবং রক্ত জমাট বেধে যাওয়ার মতো সমস্যা। তার সাথেই অনেকের ক্ষেত্রে বুকে ব্যথা,রক্ত বমি এবং মানসিক অস্থিরতার মত বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে।

কীভাবে প্রতিরোধ করবেন –

আপনাকে জেনে রাখতে হবে এই রোগ আপনাকে তখন আক্রমণ করবে যখন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যাবে। তাই বিশেষ কিছু বিধিনিষেধ আপনাকে পালন করতে হবেই। প্রথমত, যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, নিয়মিত মাস্ক পরতে হবে, কোথাও বেরোলে বা বাগানের কাজ করলে অবশ্যই হাতে গ্লাভস পরতে হবে। মাটিতে সরাসরি হাত দেবেন না। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খোলা জায়গায় ফল, রুটি, ভেজা কাঠ, বা ছত্রাক জমতে পারে এমন কোনো কিছু রাখা যাবে না। আপনারা যদি স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক খান, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। আর যদি আপনার দেহে এই কালো ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে কখনোই এই রোগটিকে ফেলে রাখবেন না।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3hKJL9v

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন