দীপাবলির রাতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছড়াল ৮৮ লাখ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

দীপাবলির রাতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছড়াল ৮৮ লাখ

নয়াদিল্লি: অক্টোবর মাস থেকেই উৎসবের মরশুমে ভাসছে গোটা দেশ। ভারতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেও উৎসবে মেতেছে দেশবাসী। যদিও উৎসব শুরু হওয়ার পর থেকে যেভাবে ভিড় এবং সমাবেশকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হযেছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তার ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু তারই মধ্যে দীপাবলীর রাতে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৮৮ লাখ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৪১ হাজার মানুষ। এর ফলে এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় প্রাণ হারিয়েছে ৪৪৭ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জন। তবে স্বস্তির বিষয় এটাই যে, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে। ১,৫০৩ জন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছে ৪২ হাজার ১৫৬ জন। এর ফলে এখনো পর্যন্ত করোনাকে জয় করে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ লাখ ৫ হাজার ৭২৮ জন। সুতরাং, এই পরিসংখ্যানটি একটু হলেও দেশের চিকিৎসকদের ভাবাচ্ছে, এমনটা বলাই যায়।



from দেশ – Bharat Barta https://ift.tt/3kGaUZj

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন