প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়

রবিবার বেলা ১২ঃ১৫ মিনিট নাগাদ পরলোক গমন করলেন বাংলা চলচিত্র জগতের অন্যতম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় ৪০ দিনের লড়াই শেষ করলেন অভিনেতা। করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষে শারীরিক জটিলতা বৃদ্ধি পায় ফেলুদার। চলেছে ডায়ালিসিস, এমনকি চেতনা স্তর গিয়ে পৌঁছায় পাঁচে। ৮৫ বছর বয়সে বিদাই নিলেন ফেলুদা। প্রায় ৩০০ র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি, তাই সব টুকু স্মৃতি নিয়ে বিদাই নিলেন আজ।
একেই বলে বাংলা সিনেমা জগতে এক চরম বিপর্যয়। বাঙালীর আবেগ ঘিরে বেঁচে ছিলেন ফেলুদা, এমনকি হাসপাতালের ভর্তি হওয়ার দিন পর্যন্ত শ্যুটিং সেটে ছিলেন। শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া মানুষের পরলোক গমনে ভেঙ্গে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি। সত্যজিৎ রায়ের অপুর চলে যাওয়াকে বাংলা ইন্ডাস্ট্রির এক বড় ক্ষতি বলে মনে করছেন সকলে। বাংলা সিনেমা জগত এখন শোকাতুর। বাঙালীর আবেগ সৌমিত্রকে চিরবিদাই জানাতে অশ্রুজলে ভিজছে গোটা ইন্ডাস্ট্রি ও ফেলুদা প্রেমিক।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2ICEFNw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন