গত বুধবার রাতে দুদিনের বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বাঁকুড়ায় বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ও এক ঝাঁক বিজেপি নেতা কর্মীদের সাথে মিটিং করে আজ শুক্রবার সকালে তিনি ফিরছেন কলকাতায়। গতকালের বাঁকুড়ায় দলীয় বৈঠকে আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিল অমিত শাহ। সেই সাথে বাংলার শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘন্টা বেজে গেছে। তিনি আজ পথে আসতে আসতেই শাসকদলের ওপর সাধারণ মানুষের গণরোষ উপলব্ধি করতে পেরেছেন।
এর আগে লোকসভা ভোটে ২২ টি আসনের টার্গেট বেঁধে ১৮ টি আসন নিয়ে বঙ্গীয় রাজনীতিতে বিজেপি প্রবেশ করেছিল। আর সেই জয়ে বড় ভূমিকা পালন করেছিল বাঁকুড়া পুরুলিয়া ও ঝারগ্রামের জঙ্গলমহলে মানুষেরা। তাই এবারও জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে দলের জনপ্রিয়তা দেখে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। সেজন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে নির্বাচনের জন্য একজোট হয়ে জয়ের উদ্দেশ্যে দলীয় কর্মীদের ঝাঁপাতে উপদেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অমিত শাহের ২০০ আসনের টার্গেটকে দিবাস্বপ্ন বলে অভিহিত করেছে। তৃণমূল শাহকে বিদ্রুপ করে বলেছে, ২০০ আসন তো দূরের কথা। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এমন আসনও পাবে না যাতে ওরা বিরোধী দলের মর্যাদা পেতে পারে। এমনকি অমিত শাহের টার্গেটকে বিদ্রুপ করেছে বাম কংগ্রেসও। তার এই ধরনের টার্গেট ঘোষণাকে নির্বাচনীর চমক নাম দিয়েছে সিপিএম শিবির। এছাড়াও কংগ্রেস ২০২১ এ আবার বামেদের সাথে জোট করবে বলেই জানা যাচ্ছে। এরপর বছর ঘুরলে নির্বাচনে কার টার্গেট পূরণ হয়, সেটাই দেখার।
from পলিটিক্স – Bharat Barta https://ift.tt/38fVf01
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন