স্বামীর গালে ঠাসা চুমু খেয়ে জন্মদিন পালন করলেন বলি অভিনেত্রী অনুষ্কা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

স্বামীর গালে ঠাসা চুমু খেয়ে জন্মদিন পালন করলেন বলি অভিনেত্রী অনুষ্কা

৩২ এই বাবা হতে চলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন তিনি গর্ভবতী স্ত্রী অনুষ্কার সঙ্গে।

অনুষ্কার পাশাপাশি কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্যদের সঙ্গে জমিয়ে কেক মাখলেন বিরাট। একে অপরকে কেক খাইয়ে মাথায় গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন অনুষ্কা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

এদিন অনুষ্কার পরনে ছিল কালো রঙের পোশাক, একগাল হাসি আর ঠাসা চুমু। বিরাট-অনুষ্কার ওই ছবি অভিনেত্রী তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। বিরুষ্কার ওই ছবি দেখে খুশি হয়ে যান তাঁদের অনুরাগীরা। এছাড়া, ক্যাপ্টেন কোহলির জন্মদিনে আবেগঘন পোস্ট করেন খেলার জগতে বহু তারকারা। সন্ধ্যের পরেই টিমের সকলকে নিয়ে চকলেট কেকে কেটে, মুখে মেখে মরু শহরের উষ্ণতা নিলেন বিরুষ্কা।

 

View this post on Instagram

 

A post shared by Virushka (@veernushkie) on



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2I4UMCS

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন