সপ্তাহের প্রথম দিন সকালে সোনা-রুপোর দাম কত? জানুন এক ক্লিকে... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৯ নভেম্বর, ২০২০

সপ্তাহের প্রথম দিন সকালে সোনা-রুপোর দাম কত? জানুন এক ক্লিকে...

এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেন নির্বাচিত হওয়ার পরে খুশির হাওয়া সোনা-রুপোর বাজারে। অর্থনীতিকে চাঙ্গা করতে আমেরিকার নতুন ডেমোক্র্যাট প্রেসি়ডেন্ট বেশি অঙ্কের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেই আশাতেই আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী সোনালি ধাতুর দাম। এদিকে, সোনার দাম বাড়ার ক্ষেত্রে আরও সহায়ক হয়ে উঠেছে ডলারের মূল্য হ্রাস। অন্য প্রতিযোগী মুদ্রার তুলনায় গত দু'মাসের মধ্যে তলানিতে পৌঁছে গিয়েছে ডলার। ফলে লগ্নিগারীদের নজর এখন সোনালি ধাতুর দিকে। বিশ্ব বাজারের প্রভাবে ভারতেও সোনার দাম গ্রিন জোনে আছে। মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে () ১০ গ্রাম এই ধাতুর ডিসেম্বর ফিউচার প্রাইজ ৫২,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। সোমবার সকাল সাড়ে ন'টা নাগাদ MCX-এ সোনার ডিসেম্বর ফিউচার প্রাইজ ০.১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৫২ টাকা। রুপোর ডিসেম্বর ফিউচার মূল্য ১.০২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোতে দাঁড়িয়েছে ৬৬ হাজার টাকা। আগামী দিনে এই দুই ধাতুর দাম আরও বাড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞদের অভিমত। আরও পড়ুন: গত অগস্ট স্তরে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল সোনার দাম। শিখর স্পর্শ করার পরে এর দাম কমেছিল। কিন্তু দুই ধাতুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে বিপুল শক্তি সঞ্চয় করেছিল সোনা এবং রুপো। এক সপ্তাহে সোনার ফিউচার প্রাইজ প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ট্রয় আউন্সে দাঁড়িয়েছিল ১৯৫২.০৫ মার্কিন ডলার। আর রুপোর ফিউচার প্রাইস ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি ট্রয় আউন্সে ২৫.৭১ মার্কিন ডলার পার করে গিয়েছিল। আরও পড়ুন: ডলারের তুলনায় টাকার দাম বাড়লেও ভারতেও ঘরোয়া বাজারে এই দুই মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের শেষদিন বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রাম সোনার ডিসেম্বর বিনিময় মূল্য দাঁড়িয়েছিল ৫২ হাজার ১৬৭ টাকা। আর রুপোর ডিসেম্বর ফিউচার প্রাইস দাঁড়ায় প্রতি কিলোতে ৬৫ হাজার ৩৩৫ টাকা। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/36hv0DR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন