
শুক্রবার থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার প্লাজমা শোধনের কাজ সফল ভাবে হয় কিন্তু বিকেলের দিকে তাঁর হৃদস্পন্দন আচমকা অনিয়মিত হয়ে যায়। শেয পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ২৪ ঘন্টায় তাঁর শরীরের দ্রুত অবনতি ঘটেছে। চেতনাস্তর নেমে দাঁড়িয়েছে পাঁচে। বৃহস্পতিবারও ফের জ্বর এসেছিল তাঁর, যদিও ডাক্তারদের মতে বারংবার রক্ত দেওয়ার জেরেই অ্যান্টিজেন-অ্যান্টিবডি প্রতিক্রিয়ায় এই জ্বর এসেছে তাঁর।
তাঁর শরীরে করোনার কোন লক্ষন নেই। বর্তমানে পরিস্থিতি প্রায় চিকিৎসকদের হাতের বাইরে। সাধারণত চেতনা স্তর তিন পর্যন্ত নেমে গেলেই চিকিৎসকরা ব্রেন ডেথ হিসেবে মেনে নেন, এক্ষেত্রে ফেলুদার অবস্থা চরম সঙ্কটে। শরীরে প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন রয়েছে। এমনকি ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না। ইতিমধ্যে তাঁর বাড়ির লোকেদের কাছে খবর পৌঁছে গিয়েছে। চিকিৎসকেরা মিরাকেলের অপেক্ষায় রয়েছেন।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/35vHk45
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন