
আলোর উৎসবে গা ভাসিয়েছেন টলিউডের অন্যতম সুন্দরী ও ট্যালেন্টেড অভিনেত্রী মধুমিতা সরকার। নিয়ম অনুযায়ী ১৪ প্রদীপ ধরিয়েছেন তিনি তাঁর বাড়িতে। সেজেছেন গাড় বেগুনী শাড়িতে ও ট্র্যাডিশনাল গয়নায়।
গোটা বাড়ি হলুদ গেঁদা ও টুনি দিয়ে সাজিয়েছেন মধুমিতা। প্রতিবছর এমন আলোর উৎসব ধূমধাম করে সেলিব্রেট করেন মধুমিতা। এমনকি গ্রামের বাড়িতেও বাজি ফুটিয়ে মেতে উঠতেন। এই বছর শব্দ বাজি নিষিদ্ধ, তাই প্রদীপ, ফুলে সাজিয়েছেন বাড়ি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও সেই আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
এমনিতেই মধুমিতা সব পোশাকে কমফোর্টেবল। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা খুললে তাঁকে বিভিন্ন অবতারে দেখতে পাওয়া যায়। কখনো ওয়েস্টার্নে তো কখনো ট্রাডিশনালে। সম্প্রতি তিনি সিকিম গিয়েছিলেন ঘুরতে। সেখানে গিয়েও সেরা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। আসল কথা হল, দর্শকদের সঙ্গে কিভাবে কানেক্টেড থাকা যায় তা অভিনেত্রী ভালো করে বুঝে গেছেন।
View this post on Instagram
from বিনোদন – Bharat Barta https://ift.tt/2UtVOv0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন