এবার পাওয়া যাবে জোড়া সুবিধা, প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে এলো গ্রাহকদের জন্য সুখবর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

এবার পাওয়া যাবে জোড়া সুবিধা, প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে এলো গ্রাহকদের জন্য সুখবর

শুক্রবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে ব্যাংক একাউন্ট থাকলেই পাওয়া যাবে অনেক সুবিধা।তিনি জানিয়েছেন যে,জনধন প্রকল্পের একাউন্ট থাকলে সেই একাউন্ট হোল্ডারদের দুটি বীমা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩৫ কোটি গ্রাহক এই সুযোগ সুবিধার অন্তর্গত হয়েছেন।

নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার পর প্রতি বছরে অল্প প্রিমিয়ামের দুটি বীমা প্রকল্প চালু করেন। প্রথম বিমাটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প এবং দ্বিতীয় বিমাটির নাম সুরক্ষা বীমা প্রকল্প।জনধন প্রকল্পের ব্যাংক একাউন্ট যে ব্যক্তিদের রয়েছে তারাও এই দুটি প্রকল্পে সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন কেন্দ্র।

প্রসঙ্গত উল্লেখ্য,১৮ থেকে ৫০ বছরের যে কোন ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পের আওতায় আসতে পারেন। গ্রাহকদের প্রতিবছরের ৩৩৩ প্রিমিয়াম দিতে হয়। এই কারণে কোনো গ্রাহক দের মৃত্যু হলে তখন গ্রাহকদের পরিবার দু লক্ষ টাকা করে পান। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্পের আওতায় যেকোনো বয়সের ব্যক্তিরা আসতে পারেন। এই প্রকল্পে বছরের প্রিমিয়াম মাত্র ১২ টাকা করে দিতে হয়।কোন সময় দুর্ঘটনার মৃত্যু হলে বা কর্ম ক্ষমতা কোন কারনে চলে গেলে দু লক্ষ টাকা এবং আংশিক কর্ম ক্ষমতা এক লক্ষ টাকা পাওয়া যায।

এখানেই শেষ নয় এই একাউন্টের মালিকদের আরো বেশ কিছু সুবিধার কথা ভাবনা চিন্তা করছেন কেন্দ্র।এককালীন টাকা দেওয়ার পাশাপাশি রেকারিং এর সুবিধা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে কেন্দ্র। এছাড়াও সুযোগ পাওয়া যাবে ডিজিটাল লেনদেনেরও।

বিহারের নির্বাচনকে পাখি র চোখ হিসেবে দেখছে বিজেপি। আগামী বছরে নির্বাচনের জন্য এখন থেকেই একের পর এক প্রকল্প ঘোষণা করতে শুরু করে দিয়েছে কেন্দ্র।

The post এবার পাওয়া যাবে জোড়া সুবিধা, প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে এলো গ্রাহকদের জন্য সুখবর appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/3hDlNKE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন