করোনায় মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা, বাংলাকে বিশেষ সম্মান রাষ্ট্রসংঘের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

করোনায় মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা, বাংলাকে বিশেষ সম্মান রাষ্ট্রসংঘের

বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না। করোনা মোকাবিলায় বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। কিন্তু বিরোধীদের অভিযোগ এবার আর ধোপে টিকলো না। কারণ করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার প্রশংসা শোনা গেল রাষ্ট্রসংঘ অনুমোদিত সংস্থার গলায়। করোনার মতো একটি ব্যাপক আকারের মহামারী যখন সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়েছে সেই সময় বাংলার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ।

রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের মানুষ। তাই রাষ্ট্রসংঘের তরফে রাজ্যকে একটি শংসাপত্র পাঠানো হয়েছে। তাতে করোনা মহামারী চলাকালীন রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। এমন একটি জটিল পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গ সরকার যেভাবে জনদরদী ভাবমূর্তি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রসংঘের তরফে ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’ শংসাপত্র পাঠানো হয়েছে।

জাপানে অবস্থিত রাষ্ট্রসংঘের শান্তি পরিষদের সদর দফতর থেকে রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যান সমিতির সভাপতি ডাঃ নির্মল মাজিকে একটি ইমেল পাঠানো হয়েছে। তাতে লেখা রয়েছে যে, ‘আমাদের প্রতিনিধিদের কাছ থেকে আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও আপনার বিষয়ে জানতে পেরেছি। শুধু তাই নয়, আপনাদের মানবদরদী মুখ্যমন্ত্রী করোনারএই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দারুণ কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন বলে জানতে পেরেছি আমরা। মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে রাজ্যবাসী এখনও নিরাপদে রয়েছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের হাতে শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত।’

The post করোনায় মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা, বাংলাকে বিশেষ সম্মান রাষ্ট্রসংঘের appeared first on Bharat Barta.



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3j0GT5Z

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন