আগামী ৫ বছরে ভারতে ৩.৭ লাখ কোটি টাকার মোবাইল তৈরির প্রস্তুতি স্যামসাং-এর! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

আগামী ৫ বছরে ভারতে ৩.৭ লাখ কোটি টাকার মোবাইল তৈরির প্রস্তুতি স্যামসাং-এর!


এই সময় ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Samsung-এর বড় পরিকল্পনা। আগামী ৫ বছরের মধ্যে ভারতেই ৩.৭ লাখ মোবাইল ফোন তৈরির প্রস্তুতি নিচ্ছে এইসংস্থা। সরকারি সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। আইটি এবং ইলেক্ট্রনিকস মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ইতোমধ্যে এই বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছেন Samsung। এই বিষয়ে ওয়াকিবহাল মহল থেকে জানা গিয়েছে Samsung সংস্থা ১৫ হাজার বা তার বেশি দামের মোবাইল তৈরি করার প্রস্তুতি নিচ্ছে এবং এই খাতে খরচ করবে ২.২ লাখ কোটি টাকা। প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে এই প্রকল্প শুরু করা হবে বলেই জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘আগামী পাঁচ বছরে ৩.৭ লাখ কোটি টাকার মোবাইল ফোন বানানোর পরিকল্পনা রয়েছে Samsung সংস্থার। এর মধ্যে ২.২ লাখ কোটি টাকার মোবাইল ফোন তৈরি হবে পিএলআই প্রকল্পের অধীনে।’ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি মোবাইল সংস্থা Samsung। তবে শুধু Samsung-ই নয়, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে মোবাইল প্রস্তুত করার অনুমতি চেয়ে আবেদন করেছে বেশ কিছু বিদেশি সংস্থা যেমন উইস্ট্রন (Wistron), পেগাট্রন (Pegatron), ফক্সকন (Foxconn) এবং হন হাই (Hon Hai)। পিছিয়ে নেই ভারতীয় সংস্থারাও। আবেদন করেছে লাভা (Lava), মাইক্রোম্যাক্স (Micromax), পেজেট ইলেক্ট্রনিকস (Padget Electronics), সোজো (Sojo), ইউটিএল (UTL) এবং অপ্টিএমাস (Optiemus)। আরও পড়ুন : সরকারের অনুমান আগামী ৫ বছরে ভারতেই তৈরি হবে ১১ লাখ কোটি টাকার মোবাইল ফোন। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিকস অ্যাসোসিয়েশনের অনুমান পিএলআই স্কিমের অধীনে ভারতে স্মার্টফোন তৈরি বাড়বে প্রায় ২৭.৫ লাখ কোটি টাকা। এই মুহূর্তে দেশে প্রতি বছর মোবাইল তৈরি হয় প্রায় ২ লাখ কোটি টাকার। এই ক্ষেত্রে কাজ করেন প্রায় ৫ থেকে ৬ লাখ কর্মী। এই ক্ষেত্রে প্রায় ১ লাখ কোটি টাকার বিনিয়োগের আশা রাখছে কেন্দ্র সরকার। ২০২৫ সালের মধ্যে ম্যানুফ্যাকচারিং রেভিনিউ আসার সম্ভাবনা রয়েছে ১০ লাখ কোটি টাকার। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগে সামিল হতে ইচ্ছুক Samsung সংস্থা ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন তৈরির কারখানা শুরু করেছে উত্তর প্রদেশে। বছরে এখান থেকে ১২ কোটি মোবাইল ফোন তৈরি হয়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3kYNorQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন