পেট্রোলে নয়, এবার বিদ্যুতেই চলবে Royal Enfield বাইক - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

পেট্রোলে নয়, এবার বিদ্যুতেই চলবে Royal Enfield বাইক


অদূর ভবিষ্যতে পেট্রোল ডিজেলের সীমিত ব্যবহারের কথা মাথায় রেখে ইলেকট্রিক চালিত গাড়ি বা মোটর সাইকেলের দিকে নজর দেওয়া হচ্ছে বিশেষ ভাবে। এবার ভারতের বাজারে তাদের ইলেকট্রিক মোটর সাইকেল আনতে চলেছে বিখ্যাত মোটর সাইকেল তৈরি সংস্থা Royal Enfield. কোম্পানির সিইও ভিনোদ দেসারি বলেন, “ভারতে ইলেকট্রিক বাইকের সম্ভাবনা প্রবল। সেদিকে নজর রেখেই আমরা ইলেকট্রিক বাইকের প্রজেক্টের উপর জোর দিয়ে কাজ করছি।”
বর্তমানে ভারতের বাজারে বেশ কয়েকটি ইলেকট্রিক গাড়ি আছে। এবং ক্রমশই ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। বেশ কয়েকটি ইলেকট্রিক গাড়ি যেমন, TATA Nexon EV, MG ZS Ev, Hyundai Kona Ev ইত্যাদি আছে। কিন্তু চার চাকার পাশাপাশি দুই চাকাতেও অদূর ভবিষ্যতে ইলেকট্রিক বিপ্লব ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই একাধিক কোম্পানি এই মুহূর্তে ইলেলট্রিক গাড়ি, মোটর সাইকেল তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছে।
Royal Enfield ছাড়াও Jawa Motorcycle এরও একটি ইলেকট্রিক বাইকের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। কিন্তু কোম্পানির তরফে এখনও অফিসিয়াল বিবৃতি দিয়ে কিছুই জানানো হয়নি। Classic Legends কোম্পানিও Yezdi ব্র্যান্ডের নাম নিয়ে একটি ইলেকট্রিক বাইক তৈরি করছে। বলা যায়, ভারতীয় অটোমোবাইল মার্কেটে ইলেকট্রিক গাড়ির বিপ্লব আসতে চলেছে।

Content Source : TechPingo
The post পেট্রোলে নয়, এবার বিদ্যুতেই চলবে Royal Enfield বাইক appeared first on Bharat Barta.


from টেক বার্তা – Bharat Barta https://ift.tt/3485qSa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন