সেপ্টেম্বরেই হবে JEE এবং NEET পরীক্ষা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

সেপ্টেম্বরেই হবে JEE এবং NEET পরীক্ষা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট


নির্দিষ্ট সময়ের হবে JEE এবং NEET পরীক্ষা, জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এই মুহূর্তে যাতে JEE এবং NEET পরীক্ষা না নেওয়া হয়, তার জন্য একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই পিটিশনই আজ খারিজ করে, সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, “ছাত্রছাত্রীদের কেরিয়ার কোনো ভাবেই বিপদের মুখে ফেলা যাবে না। JEE এবং NEET নির্ধারিত সময়েই হবে।”
করোনা ভাইরাসের জন্য চলতি বছর এমনিতেই অনেকটা পিছানো হয়েছিল JEE এবং NEET পরীক্ষা. নতুন সূচী অনুযায়ী, NEET হওয়ার কথা ১৩ই সেপ্টেম্বর ও JEE হওয়ার কথা ১লা থেকে ৬ই সেপ্টেম্বরের মধ্যে। এই নির্ধারিত তারিখই আরও পিছানোর আবেদন করেছিল ১১ জন ছাত্রছাত্রী। পিটিশন দাখিল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেই পিটিশনেরই আজ শুনানি ছিল এবং সর্বোচ্চ আদালত তা খারিজ করে দিয়েছে।
বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এদিন বলেছে, “করোনা ভাইরাসের জন্য জীবন থেমে থাকতে পারে না। শিক্ষা ব্যবস্থা খোলা দরকার। সব রক্ষাকবচ নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। কোভিড আরও একবছর থাকতে পারে। ছাত্রছাত্রীরা কি আরও একটা বছর নষ্ট করতে রাজি আছো? তোমরা জানো দেশের কত বড় ক্ষতি করছো? এর ফল ছাত্রছাত্রীদের উপর কী পড়বে?” ১১ রাজ্যের ১১ জন ছাত্রছাত্রী এর আগে সর্বোচ্চ আদালতে দায়ের করা পিটিশনে আর্জি জানিয়েছিলেন, যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নেওয়া হয়।
ছাত্রছাত্রীদের পক্ষে আজ আইনজীবী অলোক শ্রীবাস্তব বলেন, ছাত্রছাত্রীরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে NTA এর পক্ষই সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, পরীক্ষা চলাকালীন কোভিড মোকাবিলায় যাবতীয় সুরক্ষাকবচ নেওয়া হয়েছে। তিনি NTA এর নেওয়া সমস্ত সুরক্ষাকবচ আদালতকে দেখান। এরপরই আদালতের তরফে পিটিশন খারিজ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়েই হতে চলেছে JEE এবং NEET.
The post সেপ্টেম্বরেই হবে JEE এবং NEET পরীক্ষা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট appeared first on Bharat Barta.


from দেশ – Bharat Barta https://ift.tt/2E1WAuK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন