করোনার খাঁড়া, ৭০০০ কর্মী ছাঁটাইয়ের পথে মার্কস অ্যান্ড স্পেনসার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

করোনার খাঁড়া, ৭০০০ কর্মী ছাঁটাইয়ের পথে মার্কস অ্যান্ড স্পেনসার


এই সময় ডিজিটাল ডেস্ক: এ বার করোনাভাইরাসের খাঁড়া নেমে এল মার্কস অ্যান্ড স্পেনসারের (Marks & Spencer) কর্মীদের উপর। এই সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী তিন মাসে তারা ৭০০০ কর্মী ছাঁটাই করবে। স্টোর এবং ম্যানেজমেন্ট উভয় ক্ষেত্রেই কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, অতিমারীর সময়ে স্টোরের জামাকাপড় ও খাবার-দাবারের বিক্রি সাংঘাতিক কমে গিয়েছে। তবে অনলাইন বিক্রি ভালোই হচ্ছে বলে জানিয়েছে তারা। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অনেকের অবসরও এগিয়ে আনা হবে বা স্বেচ্ছা অবসর নিতে বলা হবে বলে বিবৃতিতে তারা জানিয়েছে। M&S-বিবৃতি দিয়ে বলেছে, কোভিড-পরবর্তী সেল স্থিতিশীল হবে কি না, সে বিষয়ে এখনই স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে গেলে কিছু একটা করতেই হবে। এই অতিমারীর সময় বহু কর্মী মালটি টাস্কিং করেছে। খাবার, জামাকাপড় ও ঘরোয়া জিনিসের বিভিন্ন ইউনিটে পালা করে করে কাজ করেছেন এক-একজন কর্মী। এই সংকটের সময়ে আরও ভালোভাবে কাজটা করেছেন কর্মীরা। তবে কাজ ভালো হলেও বিক্রি তলানিতে ঠেকেছে বলে জানিয়েছে Marks & Spencer। স্টোর খোলার পর থেকে আট সপ্তাহে জামাকাপড় ও ঘরোয়া জিনিসের বিক্রি ২৯.৯ শতাংশ হয়েছে। স্টোরের বিক্রি কমে ৪৭.৯ শতাংশ এবং অনলাইনে বিক্রি বেড়ে ৩৯.৩ শতাংশ হয়েছে। করোনাভাইরাসের কারণে হওয়া লকডাউনের পর গ্রাহকরা কেনাকাটার ধরণ বদলেছে ও আগামী দিনেও সেটা বজায় থাকবে বলে জানিয়েছেন Marks & Spencer-এর প্রধান স্টিভ রোয়ে। গত মাসেই এই রিটেইলার জানিয়েছিল, স্টোর ম্যানেজমেন্ট ও হেড অফিসে চাকরিরত ৯৫০ কর্মী সংকটের মুখে পড়তে পারে। বিশ্বজোড়া করোনা অতিমারীর প্রভাবে গত তিন মাসের মধ্যেই ৯০০০-এর বেশি কর্মী ছাঁটাই করেছে মার্কিন আইটি সংস্থা কগনিজ্যান্ট। এপ্রিল থেকে জুন, এই তিন মাসে সংস্থার ফলাফলে এই তথ্য সামনে আগে দিনকয়েক আগেই। গত মাসের শেষে সুইগিতে দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়ায় কাজ হারান ৩৫০ জন। করোনার কারণের লকডাউনের প্রভাব কাটিয়ে এখনও ব্যবসা স্বাভাবিক হতে পারেনি বলে সুইগির তরফে জানানো হয়েছে। এর আগে গত মে মাসে ১,১০০ কর্মী ছাঁটাই করেছিল এই অ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারি সংস্থা। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3iOu0f5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন