উচ্চমাধ্যমিকে কৃতী দুঃস্থ মেধাবী দুই বোনের কুঁড়ে বাড়িতে বিডিও ও সভাপতি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২ আগস্ট, ২০২০

উচ্চমাধ্যমিকে কৃতী দুঃস্থ মেধাবী দুই বোনের কুঁড়ে বাড়িতে বিডিও ও সভাপতি

নিউজ ডেস্ক: আজ দুপুরে দঃ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালীনগর অঞ্চলের ষাটমনিষা গ্রামের দুই কৃতি দুঃস্থ ছাত্রীর বাড়িতে গিয়ে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন৷ উচ্চশিক্ষার জন্য শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ও প্রশাসন যৌথভাবে উদ্যোগ নিল৷ ডাঃহারবারের বিডিও মিলন তীর্থ সামন্তবাবু ও পঞ্চায়েত সমিতির সভাপতি সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা ও পুষ্পস্তবক তুলে উৎসাহিত করলেন৷
দক্ষিন ২৪ পরগনার ডাঃ হারবারের বোলসিদ্ধি কালীনগর অঞ্চলের ষাটমণীষা গ্রামের দুঃস্থ পরিবারের দুই বোন রাসনা ও সুহানা খাতুন৷ বাবা পেশায় দর্জির কারিগর, মা গৃহবধু৷ তিন মেয়ে আর বাড়িতে বৃদ্ধ মা৷ লকডাউনের সময় থেকে কর্মহীন৷ সংসার চালালোর সামর্থ্য নেই৷ বড় মেয়ে রাসনা বাড়িতে পড়াশোনা চালিয়ে নিজের ইচ্ছায় স্থানীয় ডাঃহাঃ হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিকে ৯৬.৪% (৫০০ র মধ্যে ৪৮২) নম্বর পেয়েছে৷ তিন মেয়ের মেজো মেয়ে সুহানা গ্রামের বিদ্যালয় থেকে ৮০.২% নম্বর পেয়েছে৷ কৃতী দুই বোন পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন৷

সংখ্যালঘু পরিবারের গন্ডি ও প্রতিকূলতা উপেক্ষা করে বাবা মা ও তাই চাইছেন কিন্তু বাধা আসছে অর্থের অভাবে৷ হতভাগা পিতা নিরুপায় হয়ে গতকাল আমার নিকট আবেদন করেছেন৷ আমি এবং আমাদের সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছি৷ বড়ো মেয়ে কন্যাশ্রীর প্রাপ্ত টাকাতে গত ৫ মাস সংসার চলছে৷ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে৷ এদিকে আমফান ঝড়ে তাঁদের বাড়ির ছাদ উঠে গেছে৷ এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি৷ তারউপরে দুই মেয়ে ভর্তির জন্য প্রয়োজন অর্থ৷ রাসনার ইচছা যাদবপুর বা প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী অনার্স নিয়ে পড়াশোনা করে WBCS বা IAS হয়ে রাজ্যের প্রশাসনিক কাজ সামলানোর৷ রাসনার কম্পিউটারের প্রতি ভীষণ আগ্রহ৷ কম্পিটারে ৯৮ পেয়েছে কিন্তু বাড়ি না আছে স্মার্ট ফোন না আছে কম্পিউটার৷

ডাঃহারবারের বিডিও সম্মানীয় মিলন তীর্থ সামন্ত মহাশয় এই খরব আমার মারফত পেয়ে ছাত্রীর বাড়িতে আসছেন দুপুরে৷ আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজের মতো করে সাহায্য করুন যাহাতে এরা উচ্চ শিক্ষা নিতে পারে৷
রাসনার ব্যাঙ্ক একাউন্টের ডিটেন্স দেওয়া হলো৷
RASHNA KHATUN
A/C–34935356464
IFSC–SBIN0000070
The post উচ্চমাধ্যমিকে কৃতী দুঃস্থ মেধাবী দুই বোনের কুঁড়ে বাড়িতে বিডিও ও সভাপতি appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2PiMtna

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন