নিউজ ডেস্ক: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলছে। আনলক শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড তৈরি হচ্ছে। স্রেফ গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩৯ হাজার মানুষ। দেশে মোট সংক্রমণ এগারো লক্ষের দোরগোড়ায়।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৮ হাজার ৯০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন। যদিও এর মধ্যে ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯ জন।
Highest single day spike of 38,902 cases and 543 deaths reported in India in the last 24 hours.Total #COVID19 positive cases stand at 10,77,618 including 3,73,379 active cases, 6,77,423 cured/discharged/migrated and 26,816 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/u8im5qLQcI
— ANI (@ANI) July 19, 2020
একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৩ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮১৬ জনে।
The post লাগামহীন করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত প্রায় ৩৯ হাজার appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2CrWLi0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন