আজও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম! কোথায় কত, দেখে নিন... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২০ জুলাই, ২০২০

আজও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম! কোথায় কত, দেখে নিন...


এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবারও অপরিবর্তিত থাকল ও পেট্রলের দাম। শুক্র ও শনিবার, পরপর দুদিন ডিজেলের দাম বাড়লেও রবিবার অপরিবর্তিত থাকে। সেই ধারা বজায় থাকল সোমবারেও। অন্যদিকে টানা ২২দিন অপরিবর্তিত থাকল পেট্রোলের দাম। ডিজেলের দাম উত্তরোত্তর বেড়ে চলায় দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বইতে পেট্রলের থেকে এখনও দামি ডিজেল। শুক্রবার ফের ডিজেলের দাম বাড়ায় কলকাতায় লিটারপিছু দাম হয় ৭৬.৪৯ টাকা। শহরে পেট্রলের দাম এ দিনও ৮২.১০ টাকাই ছিল। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয় ৮১.৩৫ টাকা। রাজধানীতে পেট্রলের দাম লিটারপিছু ৮০.৪৩ টাকা হয়। শনিবার ডিজেলের দাম ১৩ থেকে ১৮ পয়সা দাম বাড়ায় কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হয় ৭৬.৬৭ টাকা। এ দিন দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম হয় ৮১.৫২ টাকা। তবে সেই দামই অব্যাহত রয়েছে রবিবার। এ দিন আর বাড়েনি। চার মেট্রো শহরে লিটারপিছু ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 82.10 76.67
দিল্লি 80.43 81.52
মুম্বই 87.19 79.71
চেন্নাই 83.63 78.50
প্রথা অনুযায়ী দেশে সাধারণত পেট্রলের দাম অনেকটাই বেশি থাকে ডিজেলের থেকে। তবে গত কয়েকদিনে নজির সৃষ্টি করে ফেলে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম মঙ্গলবার সকালের দিকে কিছুটা বেশি ছিল। সব মিলিয়ে মাথায় হাত পড়েছে দেশবাসীর। ১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম। ডিজেলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় বেসরকারি বাসের মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2Clozox

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন