প্রতিকূলতার মাঝেও উচ্চ মাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে চমকে দিল ধৃতিদেব, লক্ষ্য ডাক্তার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

প্রতিকূলতার মাঝেও উচ্চ মাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে চমকে দিল ধৃতিদেব, লক্ষ্য ডাক্তার

নিউজ ডেস্ক: উত্তর চব্বিশ পরগনা বসিরহাট ইছামতীর অদূরে পিয়াড়া গ্রামে অতি সাধারন নুন আনতে পান্তা ফুরায় সংসারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সকলের মুখ উজ্জ্বল করলো বি.কে.এ.পি ইনস্টিটিউশন এর বিজ্ঞান বিভাগের ছাত্র ধৃতিদেব কর্মকার। ধৃতিদেব পাঁচশোর মধ্যে ৪৮৮ নম্বর পেয়েছে, শতাংশ হিসাবে ৯৭.৬৭। সে আগামী দিনে ডাক্তার হতে চাই। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক সমস্যা।

বাবা মহাদেব কর্মকার একজন গৃহশিক্ষক। করোনা ভাইরাসের মহামারীতে প্রাইভেট টিউশনি একরকম বন্ধ। ফলে সংসার চালাতে হিমশিম অবস্থায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ছেলেকে ভালো জায়গায় ভর্তি করে নিট পরীক্ষার জন্য তৈরি করতে অনেক টাকার দরকার পড়বে। মাধ্যমিক পরীক্ষাতেও ৬৬৭ (৯৫%) নম্বর পেয়েছিল ধৃতিদেব। এই অবস্থায় কোনো সহৃদয় ব্যাক্তি বা প্রতিষ্ঠান অভাবী এই মেধাবীকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন তাহলে সে ভবিষ্যতে আরো সাফল্যের পথে পৌঁছাতে পারে।
মোবাইল নম্বর ৭৫৮৫০৭৬০৯২
The post প্রতিকূলতার মাঝেও উচ্চ মাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে চমকে দিল ধৃতিদেব, লক্ষ্য ডাক্তার appeared first on বিশ্ব বার্তা.


from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3fa0Vsk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন