করোনা আক্রান্তদের বাঁচাতে মায়ের শেষকৃত্যে গেলেন না পেশায় চিকিৎসক পুত্র - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনা আক্রান্তদের বাঁচাতে মায়ের শেষকৃত্যে গেলেন না পেশায় চিকিৎসক পুত্র

জয়পুর : দেশ জুড়ে থাবা বসিয়েছে মারণ রোগ কোভিড ১৯। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থেকে আক্রান্তদের সুস্থ করে বাড়ি ফেরাতে লড়াই করে চলেছেন চিকিৎসকরা। নিজেদের দায়িত্বে অবিচল থেকে প্রতি নিয়ত লড়ে চলেছেন তারা।

করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে কার্যত নিজেদেরকে আইসোলেশনে রাখছেন চিকিৎসকরা। বিচ্ছিন্ন থাকছেন নিকট আত্মীয়দের থেকেও। জয়পুরের সোয়াই মান সিংহ হাসপাতালে আইসিইউতে কর্মরত এক চিকিৎসক মাতৃবিয়োগেও ফেরেন নি বাড়ি। মায়ের মৃত্যুর সময় পাশে থাকা তো দূর, শেষবারের মতো দেখতেও পাননি মাকে। ভিডিও কলের মাধ্যমে নিজের জন্মদাত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

তবে এতে কোন আক্ষেপ নেই রামমূর্তি মীনা নামের ওই চিকিৎসকের। রোগীদের সেবায় নিবেদিত প্রাণ ওই চিকিৎসক জানিয়েছেন, এই মুহূর্তে করোনা আক্রান্তদের চিকিৎসা করা সবচেয়ে জরুরি। জানা গেছে, গত ৩০ মার্চ ৯৩ বছর বয়সে মৃত্যু হয় রামমূর্তির মা ভোলি দেবীর। কিন্তু সেই সময় রামমূর্তি জয়পুরের হাসপাতালে করোনা সংক্রমিত একদল ইতালীয় পর্যটকের চিকিৎসা করতে ব্যস্ত ছিলেন। সেই সময় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ভারাক্রান্ত হয়ে পড়লেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন তিনি।

এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমার মা মারা গিয়েছিলেন। কিন্তু সেই সময় করোনা আক্রান্ত রোগীদের বাঁচিয়ে তোলাটায় আমার কাছে সবচেয়ে বড় কর্তব্য ছিল আমার কাছে। তাই হাসপাতাল ছেড়ে যাইনি আমি।’ এই সিদ্ধান্তে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

The post করোনা আক্রান্তদের বাঁচাতে মায়ের শেষকৃত্যে গেলেন না পেশায় চিকিৎসক পুত্র appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/34IVmNP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন