
কৌশিক পোল্ল্যে: এ মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন এই টেলি দম্পতি। বাংলার মেয়ে ও বলিউড অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায় সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেতা কুনাল বর্মা। ১৫ই এপ্রিল ছিল বিয়ের তারিখ, কিন্তু সমস্ত অনুষ্ঠানটি ভেস্তে গিয়েছে করোনার কারনে। লকডাউনে সকলেই গৃহবন্দি কাজেই বিয়ের অনুষ্ঠানও কোনোভাবে সম্ভব নয়।
যদিও এই সিদ্ধান্তে হতাশ হননি এই জুটি, বরং তারা জানান, তারা এখন অফিশিয়ালি বিবাহিত যেহেতু কাগজে কলমে একমাস আগেই তাদের বিয়ে হয়ে গিয়েছে অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ সম্পূর্ন। তারা এও জানান, বিয়ের যাবতীয় অনুষ্ঠান না হয় কদিন বাদেই করা যাবে যখন দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।
শুধু তাই নয়, নিজেদের বিয়ের খরচ থেকেই কিছু টাকা তারা দান করে দেন করোনা তহবিলে, কঠিন পরিস্থিতিতে তারাও বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। যুগল জানান, তাদের এই সিদ্ধান্তে তাদের পরিবার ভীষন খুশি, এসময় দেশের পাশে দাঁড়ানো উচিৎ বলেই তারা মনে করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি বিয়ের অনুষ্ঠানটি আপাতত স্থগিত থাকল। এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতেই খোলসা করেন দুজনেই।
তাদের এই মহান আত্মত্যাগে কুর্নিশ জানিয়েছেন সকলেই। পূজা বন্দোপাধ্যায় বাংলা সিনেমাজগতের পরিচিত মুখ। বহু বাংলা সিনেমায় তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শেষ তাকে দেখা গিয়েছে ‘বিবাহ অভিযান’ ছবির ‘মিছরির দানা’ নামক আইটেম সং এ। অন্যদিকে হ্যান্ডসাম হাঙ্ক কুনাল বলিউড টেলিভিশন জগতের নামজাদা অভিনেতা।
The post বিয়ের খরচ বাঁচিয়ে করোনা তহবিলে অর্থদান করলেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায় appeared first on Bharat Barta.
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3co8Xg1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন