
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৩১ লক্ষ ছাড়িয়ে গেছে। কিছুতেই রাশ টানা যাচ্ছে না। ক্রমেই এই মারণ ভাইরাস ভয়ঙ্করতম আকার নিচ্ছে। প্রাণ কেড়েছে ২ মুখের বেশি মানুষের। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ১৬ হাজার ৪০৬ জন। এদের মধ্যে করোনার বলি হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ১৫২ জন। যদিও এই মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ২৮ হাজার ৬০৭ জন।
গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের। আমেরিকাতে আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত আমেরিকাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৫৮২ জন। মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৫৫ জনের। আমেরিকাতে শুধুমাত্র নিউইয়র্ক শহরে মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ। এরপরেই রয়েছে ইতালির স্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৫০৫ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জন।
স্পেনে আক্রান্তের সংখ্যা ইতালির থেকেও বেশি, কিন্তু সেখানে মৃতের সংখ্যা ইতালির থেকে কম। স্পেনে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২ লক্ষ ৩২ হাজার ১২৮ জন। মৃত্য হয়েছে ২৩ হাজার ৮২২ জন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, তুর্কি প্রতিটি দেশেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। এছাড়া অন্যান্য দেশগুলোতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ হাজার পাড় করে গিয়েছে। তার সাথেই রয়েছে মৃতের সংখ্যার হার বৃদ্ধি। ভারতে মৃত্যু হয়েছে ১০০০ জনের বেশি মানুষের।
The post বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ পার, আক্রান্তের নিরিখে শীর্ষে ট্রাম্পের দেশ appeared first on Bharat Barta.
from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2YhfCoO
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন