করোনার থাবা, চাকরি হারাবেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় ১২ হাজার কর্মী! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

করোনার থাবা, চাকরি হারাবেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় ১২ হাজার কর্মী!

এই সময় ডিজিটাল ডেস্ক: এবার কর্মী ছাঁটাইয়ের দিকে পা বাড়াল ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। এয়ারলাইন্সের মালিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের তরফে মঙ্গলবার জানানো হয়েছে একধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে পারে তারা। IAG-র অধীনে রয়েছে Iberia, Aer Lingus এবং Vueling। সব সংস্থা মিলিয়ে ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের প্রথম কোয়ার্টারে অপারেটিং লস হয়েছে প্রায় ৫৩৫ মিলিয়ন ইউরোর। গত বছর এই কোয়ার্টারে লাভ হয়েছিল ১৩৫ মিলিয়ন ইউরো। রেভিনিউ কমেছে প্রায় ১৩ শতাংশ। প্রতিপক্ষ এয়ারলাইন্স Lufthansa-র সুর শোনা গেল IAG –র গলাতেও। তাদেরও দাবি ২০১৯ সালে যে চাহিদা এবং লাভের অঙ্ক ছিল, তা ফিরে পেতে বেশ কিছু বছর এখন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজে মোট ৪৫ হাজার কর্মী রয়েছেন। তারমধ্যে ১৬,৫০০ কেবিন ক্রু, ৩৯০০ জন পাইলট রয়েছেন। ব্রিটিশ এয়ারওয়েজের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারিভাবে সংস্থার তরফে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আসন্ন রিস্ট্রাকচারিং সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রভাব পড়বে প্রায় প্রত্যেক কর্মীর উপরেই। ছাঁটাই করা হতে পারে ১২ হাজার কর্মী।’


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2W7pG0J

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন