লকডাউনের ফলে দেশে কমেছে অপরাধ, জানালেন প্রধান বিচারপতি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

লকডাউনের ফলে দেশে কমেছে অপরাধ, জানালেন প্রধান বিচারপতি

বিপর্যয়ের সময় সরকারের তিনটি অঙ্গ-প্রত্যঙ্গের একসঙ্গে কাজ করা উচিত, জানালেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে। সোমবার বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সঙ্কটের সময়ে সরকারের তিনটি অঙ্গ-প্রত্যঙ্গের সংকট কাটিয়ে ওঠার জন্য সমন্বিতভাবে কাজ করা উচিত। এমন সময়ে আমাদের ধৈর্য্যের প্রয়োজন এবং পুরো দেশকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।’ কোভিড ১৯ মহামারী দ্বারা উদ্ভূত বিশাল সঙ্কটের কথা বলতে গিয়ে ভারতের প্রধান বিচারপতি এদিন আরও বলেন, সরকারের তিনটি স্তম্ভেরই নিজস্ব দায়িত্ব রয়েছে।

প্রধান বিচারপতি বোবদে এদিন বলেন, ‘মহামারী বা যে কোনও বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে ভালো কাজ করেন আমলারা। কোভিড -১৯ সম্পর্কিত সমস্ত ক্ষেত্রে আমলাদের জিজ্ঞাসা করেই যে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ বিচার বিভাগের বিষয়ে তিনি বলেন যে, ‘এই সঙ্কটের সময় আদালত যা কিছু করতে পারে তা করছে। আমরা বিশ্রাম নিচ্ছি না এবং আমরা মামলাগুলি শুনছি ও নিষ্পত্তি করছি। আমরা আমাদের ক্যালেন্ডার অনুযায়ী বছরে ২১০ দিন কাজ করি।’

তবে লকডাউনের ফলে আদালতে মামলা মোকদ্দমার চাপ কমেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই বছরের জানুয়ারিতে, সুপ্রিম কোর্টে প্রতিদিন ২০৫ টি মামলা দায়ের করা হয়েছিল। এপ্রিল মাসে ই-ফাইলিংয়ের মাধ্যমে কেবল ৩০৫ টি মামলা দায়ের করা হয়েছে। এর কারণ হিসেবে প্রধান বিচারপতি বোবদে বলেন, ‘লকডাউন জারি হওয়ার কারণে এমনটা সম্ভব হয়েছে। চোররা অপরাধ করছে না। অন্যান্য অপরাধের সংখ্যাও কমেছে। পুলিশি পদক্ষেপও হ্রাস পেয়েছে।’

The post লকডাউনের ফলে দেশে কমেছে অপরাধ, জানালেন প্রধান বিচারপতি appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2KDh64m

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন