সুস্থ আছেন প্রথম করোনা ভ্যাকসিন ভলান্টিয়ার, মৃত্যুর খবর গুজব - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

সুস্থ আছেন প্রথম করোনা ভ্যাকসিন ভলান্টিয়ার, মৃত্যুর খবর গুজব

নিউজ ডেস্ক: অক্সফোর্ডে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় সর্বপ্রথম যিনি অংশ গ্রহণ করেছিলেন – সেই স্বেচ্ছাসেবী মারা গিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে।

কিন্তু বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ সেটি নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন, সোশ্যাল মিডিয়ার ঐসব খবর আসলেই গুজব।

বিবিসির সংবাদদাতা বলছেন ড. এলিসা গ্রানাটো একেবারে ভালো এবং সুস্থ আছেন। ড. গ্রানাটোর সাথে গতকাল সকালে স্কাইপে বিবিসির সংবাদদাতার কয়েক মিনিট কথাও হয় বলে জানা গিয়েছে।

কথা বলার সময় ঐ ভ্যাকসিন ভলান্টিয়ার, যিনি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট, জানান, “তিনি খুবই ভালো আছেন। আজকের সুন্দর রোদ উপভোগ করছেন তিনি।“

ড. গ্রানাটো বিবিসিকে জানান, তিনি তার পরিবারের সদস্যদের সাথে অনলাইনে গ্রুপচ্যাট করেছেন, এবং তাদের আশ্বস্ত করেছেন যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান।

গত শনিবার একটি ওয়েবসাইট থেকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড – যিনি প্রথম মানবদেহে এই ভ্যাকসিন পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন – জানিয়েছেন, “এই ধরণের গুজব এই প্যানডেমিক মোকাবেলায় চেষ্টায় সবসময় একটি সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া উচিত নয়।“

ড. গ্রানাটো ইউরোপে প্রথম ব্যাক্তি – যার দেহে প্রথম পরীক্ষামুলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাকে টিকা দেওয়া হয় বৃহস্পতিবার বিকালে। গতকাল (রোববার) সকালে ভ্যাকসিন সেন্টারে গবেষকরা তাকে পরীক্ষা করেন চিকিৎসকরা এবং তার শরীর থেকে রক্তের নমুনাও নেওয়া হয়।

The post সুস্থ আছেন প্রথম করোনা ভ্যাকসিন ভলান্টিয়ার, মৃত্যুর খবর গুজব appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2SfQsTv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন