
করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে গোটা দেশ। লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ। বন্ধ দৈনন্দিন কাজ। প্রভাব পড়েছে খেলার জগতেও। এই পরিস্থিতিতে প্রত্যেক ক্রীড়াবিদরাই বাড়িতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকেও দেখা গেল পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে।
ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ছেলের সাথে নাচছেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকা এই ক্রিকেটারকে ছেলে জোরাবরের সঙ্গে বলিউডের জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’ গানে নাচতে দেখা যায়। সাথে ভিডিওটিতে ক্যাপশন দিয়েছেন, “জীবনে কত মজা। সত্যি বলতে বাবা আর ছেলে, দু’জনেই কুল!” পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় এই ভিডিও। সাথে মজাদার কমেন্টও করেন অনেকে।
দিল্লী ক্যাপিটালস এর হয়ে আইপিএল এ খেলতে প্রস্তুত ছিলেন এই ওপেনার। তবে লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে ১৩ তম আইপিএল। তাই এই অবস্থায় বাড়িতে ছেলের সঙ্গে নেচে নিজেকে ফিট রাখা ছাড়া অন্য উপায় নেই তার।
The post লকডাউনে ঘরে ছেলের সঙ্গে তুমুল নাচলেন শিখর ধাওয়ান, ভাইরাল নাচের ভিডিও appeared first on Bharat Barta.
from খেলা – Bharat Barta https://ift.tt/3a9ZNm0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন