চালু হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, কাল থেকেই টিকিট কাটা শুরু - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৯ জুন, ২০২১

চালু হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, কাল থেকেই টিকিট কাটা শুরু

লোকাল ট্রেন এখনো পর্যন্ত চালু করা হয়নি কিন্তু পূর্ব রেলওয়ে তরফ থেকে চালু করে দেওয়া হল ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেলের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আগামী সপ্তাহ থেকে চলতে শুরু করবে এই ধরনের ইন্টারসিটি এক্সপ্রেস। শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, কলকাতা টু শীলঘাট, হাওড়া টু রাঁচি শতাবদি এক্সপ্রেস, হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া টু আসানসোল, কলকাতা টু লালগোলা এক্সপ্রেস এর মত বেশকিছু ট্রেন চালানো হবে এবার পূর্ব রেলওয়ে তরফ থেকে।

ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে পূর্ব রেলওয়ে। যারা লালগোলা, রামপুরহাটের মতো জায়গায় থাকেন তাদের জন্য এই এক্সপ্রেস ট্রেন একমাত্র ভরসা কলকাতা এবং অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ রাখার। এই সমস্ত জায়গায় জনসংখ্যা বেশ ভালোই, এই কারণে করোনাভাইরাস এর প্রটোকল মেনে এই সমস্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। দূরপাল্লার ট্রেন ১৭০টি চলবে আগামী সোমবার থেকে। অন্যদিকে, ৩৪টি ইন্টারসিটি এক্সপ্রেস চালাবে পূর্ব রেলওয়ে।

হাওড়া টু রাচি শতাব্দি স্পেশাল আপ ও ডাউন ডাউন, শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি স্টেশন আপ এবং ডাউন, বালুরঘাট টু কলকাতা স্টেশন আপডাউন, কাটিহার টু হাওড়া স্পেশাল আপ এবং ডাউন, হলদিবাড়ি টু কলকাতা স্পেশাল আপ এবং ডাউন রুটে ট্রেন চালানো হবে। এছাড়া থাকতে শিয়ালদা টু আলিপুরদুয়ার স্পেশাল, নিউ আলিপূর্দুয়ার স্টেশন শিয়ালদা থেকে, শিয়ালদা টু জয়নগর স্পেশাল ট্রেন।

অন্যান্য ট্রেন গুলির মধ্যে রয়েছে শিয়ালদাহ হাওড়া টু নয়াদিল্লি এক্সপ্রেস, শিয়ালদা ও হাওড়া টু বিকানের স্পেশাল, হাওড়া টু দেরাদুন স্পেশাল, হাওড়া টু যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, হাওড়া টু গুয়াহাটি স্পেশাল, হাওড়া টু লালকুয়া স্পেশাল, হাওড়া টু ভোপাল স্পেশাল, হাওড়া টু আগরতলা স্পেশাল, হাওড়া টু রক্সৌল স্পেশাল, এবং শিয়ালদা টু বালিয়া স্পেশাল।

পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে টিকিট কাটা শুরু হবে। বেশকিছু ট্রেনের টিকিট সংরক্ষণ করা যেতে পারে এবং অনলাইনে টিকিট কাটা যাবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে। অন্যদিকে যাত্রীদের সংরক্ষিত টিকিট কেটে যাতায়াত করতে হবে বলে জানানো হয়েছে, এবং করোনাভাইরাস এর সমস্ত বিধি মেনে তবে যাতায়াত করতে হবে। আপাতত পহেলা জুলাই পর্যন্ত এই বিধিনিষেধের মেয়াদ জারি থাকবে। এরপরেও বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি হবে কিনা সে ব্যাপারে রাজ্য সিদ্ধান্তই চূড়ান্ত।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2TPZwSw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন