সোমবার থেকে বাড়ছে মেট্রো ট্রেনের সংখ্যা, রবিবার সম্পূর্ণ বন্ধ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৯ জুন, ২০২১

সোমবার থেকে বাড়ছে মেট্রো ট্রেনের সংখ্যা, রবিবার সম্পূর্ণ বন্ধ

বাড়তে চলেছে কলকাতায় মেট্রো ট্রেনের সংখ্যা। আগামী সোমবার থেকে আপ এবং ডাউন মিলিয়ে সর্বমোট ৪০ টি ট্রেন চালানো হবে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তরফ থেকে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত কেবলমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রো ব্যবহার করতে পারবেন।

আর সাথে সাথেই জানিয়ে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য স্পেশাল ট্রেন চালানো হবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ক কর্মী, পুলিশকর্মী, সংবাদমাধ্যম এবং বীমা কর্মীদের মধ্যে জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো।

গত ১৬ জুন থেকে করোনাভাইরাস বিধি মেনে রাজ্যে কিছু কিছু জিনিস ছাড় দেওয়া হয়েছে। লকডাউন এর সময় শুধুমাত্র দিনে দুটো করে ট্রেন চালানো হচ্ছিল কিন্তু বুধবার থেকে এই সংখ্যা কিছুটা বাড়ানো হয়। কিন্তু যাত্রীদের চাপ আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। তাই শুক্রবার নতুন ঘোষণায় একলাফে ট্রেনের সংখ্যা দৈনিক ৪০ করে দিল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো কর্তৃ পক্ষ থেকে জানানো হয়েছে, আপলাইনে ২০টি ট্রেন এবং ডাউন লাইনে ২০টি ট্রেন চালানো হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ১৫ মিনিট অন্তর অন্তর মাত্র পাওয়া যাবে কিন্তু রবিবার দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3zNM6Y2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন