আলাপন বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন : শুভেন্দু - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২ জুন, ২০২১

আলাপন বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন : শুভেন্দু

বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বলেছেন, “যে আমলা গত ৩১ মে পর্যন্ত কেন্দ্রীয় ক্যাডার ছিলেন তিনি এখন বর্তমানে শাসকদলের অভিন্ন অংশে পরিণত হয়েছেন।” তিনি এছাড়াও আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন যে দ্রুত দুর্নীতির যে সমস্ত ঘটনা ঘটেছে তার পর্দাফাঁস করে তদন্ত করতে হবে।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “অন্ডাল বিমানবন্দর এর জন্য ২৩০০ একর জমি কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছিল। সেই কমিটির দায়িত্বে ছিলেন আলাপনবাবু। সরকারের ইকুইটি শেয়ার প্রথমে ১১ শতাংশ, পরে ২৬ শতাংশ এবং শেষে ৪৭ শতাংশ করা হয়। কেন্দ্রীয় সরকার সেখানে প্রচুর টাকা লোন দিয়েছে। সেই টাকার আসল পাওয়া যায়নি, সুদ তো দূরের কথা। আলাপনবাবু সরকারের অনেক বেআইনি কাজের সাথে যুক্ত ছিলেন। আর কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীকে অপমান করে তিনি সংবিধানের বাইরে যাওয়ার প্রয়াস চালিয়েছেন।”

তিনি এছাড়াও আজকের বৈঠকের প্রসঙ্গে রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি আজ বিরোধী দলনেতা হিসেবে মহামান্য রাজ্যপালের সাথে দেখা করলাম। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে। রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়া বাংলায় শান্তি আনা যাবে না।”



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3uH8D4R

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন