১ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

১ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করে দিয়েছেন, ডাক্তাররা কোভিড ওয়ারিয়ার হিসাবে যেভাবে রুখে দাঁড়িয়েছেন করোনার বিরুদ্ধে তা অত্যন্ত সম্মানযোগ্য। তিনি জানিয়েছেন, ডাক্তারদের এই লড়াই কে সম্মান জানাতে আগামী পয়লা জুলাই ছুটি রাখতে চলেছে রাজ্য সরকার।

রাজ্যে সেই ১৯৯১ সাল থেকে চিকিৎসক দিবস চলে আসছে। ডাক্তার বিধান চন্দ্র রায় জন্মদিন ১ জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিওর মাধ্যমে নিজের মন কি বাত অনুষ্ঠানে ডাক্তারদের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন ডাক্তাররা যেভাবে করণা পরিস্থিতিতে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করেছেন সেটা অত্যন্ত সম্মান যোগ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম থেকেই ডাক্তারদের সম্মান করে আসছেন। এর আগে পুলিশ দিবস ঘোষণা করে সেদিন পুলিশদের সম্মান জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে সেই একই সম্মান তিনি জানাতে চলেছেন ডাক্তারদের। বর্তমানে করোনা বাধা-নিষেধ কিছুটা কম হওয়ায় আগামী পয়লা জুলাই থেকে লকডাউন এর উপর কিছুটা শিথিলতা আরোপ করেছে রাজ্য সরকার।

রাজু সরকার ঘোষণা করে দিয়েছে পয়লা জুলাই থেকে বাস সার্ভিস শুরু হবে। সরকারি এবং বেসরকারি বাস চলবে ওই দিন থেকে। এছাড়া আরো কিছু সড়ক পরিবহন স্বস্তি পেতে চলেছে। তবে আপাতত ট্রেন সার্ভিস বন্ধ থাকবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এ সংক্রান্ত একাধিক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3qA4Qpr

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন