CAA Rules: অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা কেন্দ্র সরকারের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২৯ মে, ২০২১

CAA Rules: অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা কেন্দ্র সরকারের

২০২০ সালের প্রথমেই কেন্দ্র সরকার গোটা দেশজুড়ে সিএএ লাগু করে। কিন্তু এখনও অব্দি বিভিন্ন বিক্ষোভের কারণে সেই আইনের নিয়ম তৈরি হয়নি। আইন লাগু হবার এক বছর পরেও সেই আইন বলবৎ করতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। তবে এরই মাঝে দেশের পাঁচ রাজ্যের ১৩ টি জেলায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং নাগরিকত্ব নিয়ম ২০০৯ এর ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে মোট পাঁচটি রাজ্যের ১৩ টি জেলার প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থী এই নাগরিকত্বের আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচটি রাজ্য হল গুজরাট, ছত্রিশগড়, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব। এই সমস্ত রাজ্যের মধ্যে ১৩ টি জেলা হল নিম্নলিখিত:

  • গুজরাট রাজ্যের মধ্যে মোরবি, পাটান, রাজকোট এবং বদোদারার।
  • ছত্রিশগড় রাজ্যের দুর্গ এবং বালোদবাজার।
  • রাজস্থান রাজ্যের উদয়পুর, পালি, বার্মার, সিরোহি, জালোর।
  • পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলা।
  • হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলা।

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে উপরিউক্ত জেলায় বসবাসকারী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন জেলার কালেক্টর খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করতে এবং তা প্রয়োগ করতে চলতি বছরের ১ লা জুলাই অব্দি সময়সীমা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের বাজেট অধিবেশনের সময় এই সময়সীমা বৃদ্ধি করানোর সংক্রান্ত অনুমোদন মেলে।



from দেশ – Bharat Barta https://ift.tt/2RS0pte

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন