করোনাকালে যাত্রী কম, অনির্দিষ্টকালের জন্য বাতিল ৫ জোড়া দূরপাল্লা ট্রেন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৮ মে, ২০২১

করোনাকালে যাত্রী কম, অনির্দিষ্টকালের জন্য বাতিল ৫ জোড়া দূরপাল্লা ট্রেন

করোনা সংক্রমনের গ্রাফ রকেট গতিতে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলার বুকে। সংক্রমনের ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করেছে ১৫ দিনের জন্য। উত্তরবঙ্গের তুলনায় সংক্রমণের হার অনেক বেশি দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে বঙ্গবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তারই মধ্যে বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হতে হচ্ছে রেলকে। করোনা সংক্রমনের ভয়ে একদিকে যেমন ট্রেনে যাত্রী হচ্ছে না ঠিক অন্যদিকে সিংহভাগ রেলওয়ে কর্মী করোনার খপ্পরে পড়ে শয্যাশায়ী হয়েছে। তাই দুই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করার জন্য পূর্ব রেলওয়ে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ৫ জোড়া অর্থাৎ ১০ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, “চলতি বছরে এত দিন অব্দি যে সমস্ত দূরপাল্লা বা প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেই সমস্ত ট্রেনের যাত্রী হচ্ছিল না। এর ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছিল রেলকে। এছাড়া বর্তমানে যে সমস্ত ট্রেন বাতিল করা হচ্ছে তার পরিপূরক কোন নির্দিষ্ট রুটে অন্য কোন ট্রেন রয়েছে। এর ফলে দরকার পরলে যাত্রীদের নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে কোনরকম সমস্যা হবে না। আপাতত অনির্দিষ্টকালের জন্য ওই সব ট্রেন পরিষেবা বন্ধ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারো স্বাভাবিক পরিষেবা দেওয়া চালু করবে পূর্ব রেল।”

একনজরে দেখে নিন বাতিল হওয়া ১০ ট্রেনের তালিকা:

  • হাওড়া রামপুরহাট স্পেশাল (আপ এবং ডাউন)
  • কলকাতা হলদিবাড়ি স্পেশাল (আপ এবং ডাউন)
  • শিয়ালদহ নিউজলপাইগুড়ি স্পেশাল (আপ এবং ডাউন)
  • কলকাতা শিলঘাট স্পেশাল (আপ এবং ডাউন)
  • শিয়ালদহ পুরী স্পেশাল (আপ এবং ডাউন)


from রাজ্য – Bharat Barta https://ift.tt/3yiX5rz

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন