মিমির ‘চিকু’র জন্য আরোগ্য কামনা প্রাক্তন রাজের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১ মার্চ, ২০২১

মিমির ‘চিকু’র জন্য আরোগ্য কামনা প্রাক্তন রাজের

বাচ্ছার জন্য মা জীবন দিয়ে দিতে পারে সেই কথা আরো একবার প্রমাণ করলেন সাংসদ মিমি চক্রবর্তী।হ্যাঁ ভাবছেন তো মিমি চক্রবর্তী অবিবাহিত, তাহলে তার বাচ্চা কীভাবে? মিমি চক্রবর্তীর একটি সন্তানতুল্য পোষ‍্য আছে যার নাম চিকু, সম্প্রতি জানা গেছে চিকু ক্যান্সারাক্রান্ত। তাই তিনি মিমি চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে একাউন্টে জানিয়েছেন তিনি চিকু কে নিয়ে চেন্নাইয়ের চিকিৎসার জন্য যেতে চান।

মিমি চক্রবর্তীর এই পোস্টটি দেখে স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী সুস্থ হওয়ার কামনা করে থাকেন সাথে অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা আরোগ্য কামনা করেন মিমি চক্রবর্তী তাঁর পোস্ট লিখেছেনঃ যাতে তার সমস্ত অনুরাগীরা আরোগ্য কামনা করেন চিকুর।

মিমি চক্রবর্তী নিজের পোস্টে কেউ লেখেন তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত তিনি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চিকু কে নিয়ে যেতে চান এবং জগন্নাথের আশীর্বাদে তুমি চাঁদ শিশুকে সুস্থ করার জন্য অনুরোধ অনুরাগীরা তার মনকে শক্ত রাখার কথা বলেন।

সম্ভবত এখন চিকুর চিকিৎসা চলছে চেন্নাইয়ে, আমরা চিকুর সুস্থতা কামনা করি।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3r82MEJ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন