মারকাটারি ফিগার! মেদ ঝরানোর চাবিকাঠি শেয়ার করলেন হার্দিক পত্নী নাতাশা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

মারকাটারি ফিগার! মেদ ঝরানোর চাবিকাঠি শেয়ার করলেন হার্দিক পত্নী নাতাশা

২০১২ সালে ভারতে এসে জনসন অ্যান্ড জনসন এর একটি বিজ্ঞাপনের জন্য মডেলিং। ব্যাস! তারপর আর তাকে ফিরে তাকাতে হল না। ধীরে ধীরে মুম্বাইয়ে বেশ জাকিয়ে বসলেন সার্বিয়ার মডেল কাম অ্যাকট্রেস নাতাশা স্তানকোভিচ। ২০১৫ সালে সত্যাগ্রহ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি, তারপর বিগ বস সিজন ৮ এর প্রতিযোগিনী হিসেবে জনপ্রিয়তা পেলেন। তখন থেকেই ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। তারপর ২০২০ এর ১ জানুয়ারী জীবনসঙ্গীর সঙ্গে বাগদান সেরে ষোলো কলা পূর্ণ।

ক্রিকেট এবং বলিউড ইন্ডাস্ট্রির মেলবন্ধন বেশ অনেকদিনের। সে অধিনায়ক বিরাট কোহলি হন কিংবা কে এল রাহুল, সকলেই সম্পর্কে আছেন এক একজন বলি তারকার সঙ্গে। সম্প্রতি আবার জস্পৃত বুমরাহ এর সঙ্গে দক্ষিনের নায়িকা অনুপামা পরমেস্বরান এর সম্পর্কের গুঞ্জন উঠেছে। ফলে, বলিউড ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট ইন্ডাস্ট্রি বহু বছর ধরে একসাথে চলে আসছে।

https://ift.tt/3sR9KhJ

তারই মধ্যে করোনাভাইরাস পরিস্থিতি চলে আসার কারণে লকডাউন পড়ে যায় এবং লকডাউন এর সময় তারা একসাথে থাকা শুরু করেন। করোনার মধ্যে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে বিয়েটা সেরে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী। যদিও সূত্রের খবর, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তারপরে, ৩০ মে তারিখে নাতাশা একটি ফুটফুটে পুত্র সন্তানকে জন্ম দেন। এবারে হার্দিক পান্ডিয়া সেই ছেলেটির সাথে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

অভিনেত্রী নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত জনপ্রিয় এবং নিজের চেহারার অত্যন্ত খেয়াল রাখেন। আহমেদাবাদে অভিনেত্রী একটি নতুন ভিডিও শেয়ার করলেন। সেখানে স্পোর্টস গিয়ার পরে নাতাশা আই অ্যাম এ বার্বি গার্ল গানের সঙ্গে নাচ করেছেন। তার এই ফিটনেস অনেকে প্রশংসা করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ভিডিওটি অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে।

https://ift.tt/309w8Xk



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3e71iHb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন