দেশজুড়ে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের। দেশের কয়েকটি রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। অন্যদিকে ডিজেলের দাম প্রায় পেট্রোলের কাছাকাছি। কিন্তু সামনেই আসছে পাঁচ রাজ্যে নির্বাচন। এই মুহূর্তে পেট্রোপণ্যের এত দাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে রাগিয়ে দিচ্ছে। আসলে গত দশ মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেছে অপরিশোধিত তেলের দাম। পেট্রোল-ডিজেলের দামের ওপর প্রায় ৬০ শতাংশ কর থাকে। করোনার পর দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে করের অঙ্ক দ্বিগুণ করে দিয়েছিল মোদি সরকার। কিন্তু তাতে সঙ্গীন হয়ে পড়েছে সাধারণ মানুষের অবস্থা।
এই অবস্থায় মানুষের রোশ বাড়ছে দেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কয়েকটি রাজ্য এবং তেল কোম্পানীগুলির সাথে বৈঠক করে। বৈঠক করার পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের ওপর থেকে করের বোঝা কিছুটা কমিয়ে দেওয়া হবে। করের বোঝা কমলে স্বভাবতই পেট্রোল ও ডিজেলের দাম অনেকটা কমে যাবে। এই প্রসঙ্গে কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “জ্বালানি তেলের দাম কমানোর জন্য রাজ্যগুলির সঙ্গে কথা বলেছে কেন্দ্র। সেই তেলের দাম কবে কমানো হবে বা কি করে কমানো যাবে তা নিয়ে আলোচনা হচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন কিছুদিন আগেই পাঁচ রাজ্যে নির্বাচনের ঘোষণা করেছিল। সেই কথা মাথায় রেখে হয়তো কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে পেট্রোপণ্যের দাম এত বেশি থাকলে নির্বাচন ফলে বিজেপি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও একদিকে অর্থনীতিকে চাঙ্গা করতে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে। পেট্রোল ও ডিজেলের দাম এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তাই সবকিছুতে রাশ টানতে এবার কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর করের বোঝা কমিয়ে তাদের দাম কমাতে চায়। সূত্র মারফত জানা গিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি থেকেই পেট্রোল ও ডিজেলের দাম কমে যেতে পারে।
from দেশ – Bharat Barta https://ift.tt/3kFtJgI
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন