ভারতে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ, ফের শুরু হচ্ছে লকডাউন? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১২ মার্চ, ২০২১

ভারতে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ, ফের শুরু হচ্ছে লকডাউন?

গতবছর ঠিক মার্চ মাস নাগাদ শুরু হয়েছিল দেশব্যাপী লকডাউন। আর বছর ঘুরতে না ঘুরতেই আবারো করোনার দাপটে নাজেহাল সাধারণ মানুষ। আবার হতে পারে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন। নাগপুরে করোনার বাড়বাড়ন্ত এতটাই বেশি হয়ে গিয়েছে যে সম্প্রতি নিতে হলো লকডাউনের সিদ্ধান্ত। তার পাশাপাশি মহারাষ্ট্রের একাধিক জায়গায় লকডাউন এ সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে নাগপুর শহর। শুধুমাত্র খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান। পাশাপাশি আবারও শুরু হচ্ছে কর্মচারীদের ওয়ারক ফ্রম হোম।

ভারতে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই নিয়ে বেশ চিন্তিত। তিনি বেশ কয়েকবার মানুষকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন। নতুবা তার পরামর্শ আবার লকডাউন গ্রহণ করার। ইতিমধ্যেই একবার লকডাউন হওয়ার ফলে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত বেহাল। এই পরিস্থিতিতে যদি আবার একবার লকডাউন হয় তাহলে ভারতের জন্য বিষয়টি একেবারেই ভালো হবে না। কিন্তু করোনার বাড়বাড়ন্ত ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি গোটা দেশে এই নতুন স্ট্রেনের মাধ্যমে সংক্রমণ হচ্ছে নাকি না।

বৃহস্পতিবার মহারাষ্ট্র নাগপুরে লকডাউন ডাকার সময় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, পরিস্থিতি একদমই ভালো নয়। এই কারণে মহারাষ্ট্রে আরো একবার লকডাউন শুরু হতে পারে। এছাড়াও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সকলকে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে শুরু হয়েছে টিকা নেওয়ার কর্মসূচি। ভারত সরকার সকলকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভাইরাসের টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু তার মধ্যেই আবার একটি প্রশ্ন, আবারো কি দেশে লকডাউন হচ্ছে নাকি না?

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৩,৬৫৯ জন। এরমধ্যে নাগপুরে আক্রান্ত ১,৮০০। মহারাষ্ট্রের করোনা মৃতের সংখ্যা বর্তমানে ৫৪ জন। দেশে মোট করণা আক্রান্তের সংখ্যা ২২,৮৫৪। এরমধ্যে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৪,৬২৮ জন। সুস্থ হয়েছেন ১,৮০০ জন এবং মৃত্যু ১২৬। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ও খুব একটা ভালো নয় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪১ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫৬ জন। মৃতের সংখ্যা ২। আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর তারই মধ্যে শুরু হলো করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে ভোটগ্রহণ নিয়ে বেশ চিন্তিত প্রত্যেকটি রাজনৈতিক দল।



from দেশ – Bharat Barta https://ift.tt/3cssfCE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন