নিউজ ডেস্ক: বিদায়ের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এবার বসতে চলেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখনও পর্যন্ত হিসাব অনুযায়ী জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। ভোট শতাংশের হিসাবে বাইডেন ৫০.৪%, অন্যদিকে ট্রাম্প ৪৮% ভোট পেয়েছেন।
এদিন জো বাইডেন বলেন, ‘‘গতকাল আরও একবার প্রমাণ হয়ে গেল যে, গণতন্ত্রই এ দেশের হৃদস্পন্দন, গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ তাঁদের ভোট দিয়েছেন ৷ রাতভর গণনার পর এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার যথেষ্ট পরিমাণেই পেতে চলেছি আমরা। জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে একথা বলতে চাই যে গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।’’
এখন লড়াই হচ্ছে মূলত চারটি রাজ্যে, জর্জিয়া (১৬), নেভাডা (৬), নর্থ ক্যারোলিনা (১৫) এবং পেনসেলভ্যানিয়া (২০)। এই চারিটি রাজ্যের মধ্যে জর্জিয়া (১৬), নর্থ ক্যারোলিনা (১৫) এবং পেনসেলভ্যানিয়ায় (২০) এই মুহূর্তে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে নেভাডা (৬)-তে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্পকে আবার ক্ষমতায় বসতে হলে চারটি প্রদেশেই জিততে হবে। অন্যদিকে বাইডেন একটি প্রদেশে জিতলেই প্রেসিডেন্ট হয়ে যাবেন। ফলে ক্রমশ কঠিন হতে চলেছে ট্রাম্পের লড়াই। সেক্ষেত্রে শেষ হাসি হাসবেন জো বাইডেন।
এখনও পর্যন্ত হিসাব অনুযায়ী-
নেভাদা: ১৪ শতাংশ ভোট গণনা বাকি বাকি
> অ্যারিজোনা: ১৪ শতাংশ ভোট গণনা বাকি
> জর্জিয়া: ৫ শতাংশ ভোট গণনা বাকি বাকি
> উত্তর ক্যারোলিনা: ৫ শতাংশ ভোট গণনা বাকি
> পেনসিলভেনিয়া: ১২ শতাংশ ভোট গণনা বাকি
পিছিয়ে থেকেও জোর টক্কর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মধ্যাঞ্চলে একের পর এক রাজ্য জয় করেছেন তিনি। তবে উইসকনসিন রাজ্যে হেরে তিনি জোর ধাক্কা খেয়েছেন। গতবার এই রাজ্যে তিনি জিতেছিলেন। এখনও পর্যন্ত ৫০.৪% ভোট পেয়ে ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে ৪৮% ভোট পেয়ে ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রার্থীকে হোয়াইট হাউজের মসনদে বসতে হলে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি আসন জিততেই হবে।
মার্কিন মুলকে চলছে ভোট গণনা। একবারে জোর টক্কর। কার দখলে যাবে হোয়াইট হাউজ? কে বসবেন মসনদে? ডোনাল্ড ট্রাম্প না জো বিডেন৷ একদিকে আরও একবার গদি দখলের লড়াইয়ে নেমেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প৷ অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন৷ শেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে
> Arizona: Joe Biden
> Georgia: Donald Trump
> Florida: Donald Trump
> Iowa: Joe Biden
> Michigan: Donald Trump
> Minnesota: Joe Biden
> Nevada: Details awaited
> New Hampshire: Joe Biden
> North Carolina: Donald Trump
> Ohio: Donald Trump
> Pennsylvania: Donald Trump
> Wisconsin: Donald Trump
> Texas: Donald Trump
আমেরিকাতে বেশি ভোট পাওয়া মানেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। তাকে আসলে বেশি রাজ্যের ভোট পেতে হয়। জনসংখ্যার বিচারে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ইলেকটোরাল ভোট পান ওই রাজ্যের বিজয়ী প্রার্থী। কোনো প্রার্থীকে হোয়াইট হাউজের মসনদে বসতে হলে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি আসন জিততেই হবে।
The post US ELECTION 2020: বিদায়ের পথে ট্রাম্প, হোয়াইট হাউজে বসতে চলেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3et0RFo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন